সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী, রাত জেগে শুটিং করলেন TV9 বাংলার অফিসে
শুভশ্রী অভিনীত 'গৃহপ্রবেশ' ৫০ দিন সম্পূর্ণ করল বক্স অফিসে। এই ছবিতে শুভশ্রীর অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছেন। তার সেলিব্রেশন শেষ হতে না হতেই নায়িকা শুরু করে দিয়েছেন 'ধূমকেতু' ছবিটার প্রচার। দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির এই ছবির শুটিং হয়েছিল ২০১৫-তে। বিভিন্ন জটিলতার কারণে এত দিন ছবিটা মুক্তি পায়নি। অবশেষে জটিলতা কেটেছে। সেই ছবি আসছে দর্শকদের সামনে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ব্যস্ততা তুঙ্গে। বিভিন্ন ছবি মুক্তির মধ্যেই তিনি শুরু করে দিয়েছেন নতুন ওয়েব সিরিজের শুটিং। অদিতি রায় পরিচালিত এই ওয়েব সিরিজে শুভশ্রী রয়েছেন সাংবাদিকের ভূমিকায়। জেলের সঙ্গে যোগাযোগ রয়েছে এই গল্পের। সম্প্রতি TV9 বাংলার অফিসে রাত জেগে শুটিং করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
শুটিং করতে পৌঁছেছিলেন রাত ন’ টা নাগাদ। পরদিন সকাল আটটায় শুটিং শেষ হয়। শুভশ্রী অভিনীত ‘গৃহপ্রবেশ’ ৫০ দিন সম্পূর্ণ করল বক্স অফিসে। এই ছবিতে শুভশ্রীর অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছেন। তার সেলিব্রেশন শেষ হতে না হতেই নায়িকা শুরু করে দিয়েছেন ‘ধূমকেতু’ ছবিটার প্রচার। দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির এই ছবির শুটিং হয়েছিল ২০১৫-তে। বিভিন্ন জটিলতার কারণে এত দিন ছবিটা মুক্তি পায়নি। অবশেষে জটিলতা কেটেছে। সেই ছবি আসছে দর্শকদের সামনে।
দেব আর শুভশ্রীর অনুরাগীদের জন্য শহরে একটা বিশেষ ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে। নজরুল মঞ্চের এই অনুষ্ঠানে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা থাকছে। দেবের পাশে সেই ইভেন্টে নায়িকাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। আবার বড়দিনে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। সেখানে শুভশ্রী দারুণ পারফর্ম করেছেন, তা ইতিমধ্যেই বলে দিয়েছেন পরিচালক। সব মিলিয়ে শুভশ্রীর দারুণ বছর। তার মধ্যে ওয়েব সিরিজের ক্ষেত্রটাও বাদ দিলেন না নায়িকা। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ নায়িকার অভিনয় নজর কেড়েছিল। ‘অনুসন্ধান’ কবে আসবে, এখন তার অপেক্ষা।
