AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জীবনের অ্যাচিভমেন্ট কী? শুভশ্রী বললেন…

বর্ধমানের মেয়ে শুভশ্রী। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা আসেন। ধীরে ধীরে টলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে নেন তিনি। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনও নিজের মতো করে গুছিয়ে নেন তিনি।

জীবনের অ্যাচিভমেন্ট কী? শুভশ্রী বললেন...
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Updated on: Apr 23, 2021 | 11:26 AM
Share

জীবনের অ্যাচিভমেন্ট কী? পৃথিবীর যে কোনও মাকে এই প্রশ্ন করা হলে, হয়তো তিনি তাঁর সন্তানের কথা বলবেন। ব্যতিক্রম নন অভিনেত্রী (Actress) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly)। তিনি মা হয়েছেন। ছেলে ইউভান এখন তাঁর জীবন জুড়ে। টেলিভিশনে ‘দিদি নম্বর ওয়ান’ শো-এ গিয়ে সেই অ্যাচিভমেন্টের কথাই জানালেন নায়িকা।

আপাতত করোনা আক্রান্ত শুভশ্রী। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলছেন। ভাল আছে তাঁর সন্তান ইউভান। কিন্তু অসুস্থতার আগে ‘দিদি নম্বর ওয়ান’-এ মায়ের সঙ্গে গিয়ে শুটিং করেছেন শুভশ্রী। সেই স্পেশ্যাল এপিসোড আগামী রবিবার টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন দর্শক।

বর্ধমানের মেয়ে শুভশ্রী। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা আসেন। ধীরে ধীরে টলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে নেন তিনি। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনও নিজের মতো করে গুছিয়ে নেন তিনি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম, বিয়ে। তারপর ইউভানের জন্ম। বরাবরই মা হতে চেয়েছিলেন শুভশ্রী। চুটিয়ে সংসার করতে চেয়েছিলেন। ছেলের জন্ম দেওয়া, মানুষ সৃষ্টি করতে পারাই তাঁর জীবনের সেরা অ্যাচিভমেন্ট।

আরও পড়ুন, রাকেশ এবং পিঙ্কির ৫০তম বিবাহবার্ষিকী, কীভাবে শুভেচ্ছা জানালেন সুজান?

‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে বিচারকের আসনে আর কয়েকদিন পর থেকেই শুভশ্রীকে দেখা যাবে। নাচ তাঁর অন্যতম ভালবাসার জায়গা। সেই নাচকে এই মঞ্চে নতুন ভাবে এক্সপ্লোর করতে পারবেন তিনি। সুস্থ হয়ে ফের শুটিংয়ে যোগ দেবেন। তার আগে দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আড্ডা এনজয় করবেন দর্শক।