প্রেম হয়েছে, প্রেম ভেঙেছে, সেই কষ্ট কী করে ভুলেছেন শুভশ্রী?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর জীতু কমল অভিনীত 'গৃহপ্রবেশ' আসছে। সেই ছবির ট্রেলার দেখে এটা স্পষ্ট, ছবিতে প্রেমের কষ্ট ফুটে উঠবে। ঠিক কীভাবে, তা অবশ্য এখনই বোঝা যাচ্ছে না। জানতে হলে ছবিটা দেখতে হবে ১৩জুন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেম হয়েছে। প্রেম ভেঙেছে। প্রেমের কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। সেটার থেকে যেভাবে বেরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন, তা অনেকের কাছে অনুপ্রেরণা। এখন সেটা নিয়ে তাঁর কী ভাবনা?

শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর জীতু কমল অভিনীত ‘গৃহপ্রবেশ’ আসছে। সেই ছবির ট্রেলার দেখে এটা স্পষ্ট, ছবিতে প্রেমের কষ্ট ফুটে উঠবে। ঠিক কীভাবে, তা অবশ্য এখনই বোঝা যাচ্ছে না। জানতে হলে ছবিটা দেখতে হবে ১৩জুন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেম হয়েছে। প্রেম ভেঙেছে। প্রেমের কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। সেটার থেকে যেভাবে বেরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন, তা অনেকের কাছে অনুপ্রেরণা। এখন সেটা নিয়ে তাঁর কী ভাবনা?
শুভশ্রী প্রশ্নের উত্তরে বললেন, ”ওগুলো আমার আর কিছুই মনে নেই। ওটা ডিলিটেড চ্যাপ্টার। আমার মেয়ে ‘আমি নানিনি’ বলতে শিখে গিয়েছে। ওর দাদা সেটা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। দু’ জনের মধ্যে তাই নিয়ে মারপিট লেগে যাচ্ছে। একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন গৃহপ্রবেশ শব্দটা শুনলে আমার কী মনে হয়। এটাই মনে হচ্ছিল, যখন বাড়িতে পা রাখি আর মা ডেকে ওরা ছুটে আসে, এরচেয়ে বড় কিছু আমার জন্য আর কী হতে পারে!” শুভশ্রী যোগ করেন, ‘জীবনে কষ্ট কী? আমরা যে জিনিসটা যেরকমভাবে চাইছি, সেটা না পেলেই তাকে কষ্ট মনে করি। কিন্তু যা হচ্ছে, সেটা মেনে নিয়ে মুভ অন করতে হবে।”
কীভাবে তিনি দুই খুদের থেকে জীবনে যে কোনও রকম কষ্ট ভুলতে শিখছেন সেটাও বোঝালেন নায়িকা। বাচ্চারা অনেক জিনিসের জন্য বায়না করে। কিন্তু সেটা না পেলে, তা নিয়ে বসে থাকে না। অন্য কিছুতে মন দেয়। বড়রা যে সেটা দেখে শিখতে পারেন, সে কথাই বললেন শুভশ্রী। তিনি নিজে এভাবে প্রতিনিয়ত শিখছেন বাচ্চাদের থেকে, তা TV9 বাংলাকে দেওয়া সাক্ষাত্কারে খোলসা করলেন নায়িকা।
