Sunny Leone: মদে বুঁদ মা, সানির পর্ন দুনিয়ায় যোগদানই কি শেষ করে দেয় সংসারটাকে?

Sunny Leone: সানি লিওনি-- তাঁকে নিয়ে চর্চা কম নেই বলিউডে। নীল ছবির দুনিয়া থেকে উঠে আসা সানি জন্মেছিলেন করণজিৎ কউর হয়ে। তবে আর পাঁচ জনের মতো ছেলেবেলা কাটেনি তাঁর।

Sunny Leone: মদে বুঁদ মা, সানির পর্ন দুনিয়ায় যোগদানই কি শেষ করে দেয় সংসারটাকে?
সানি লিওনি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 9:30 AM

সানি লিওনি– তাঁকে নিয়ে চর্চা কম নেই বলিউডে। নীল ছবির দুনিয়া থেকে উঠে আসা সানি জন্মেছিলেন করণজিৎ কউর হয়ে। তবে আর পাঁচ জনের মতো ছেলেবেলা কাটেনি তাঁর। মা মদে বুঁদ, সানির নীল ছবিতে আসা– কী ঘটেছিল? সানি পর্ন দুনিয়ায় আসাই কি মায়ের জন্য কাল হয়ে দাঁড়ায়? অবশেষে এই সবটা নিয়ে মুখ খোলেন তিনি। সানি দাবি করেছেন, তিনি নীল ছবির দুনিয়ায় পা দেওয়ার অনেক আগেই মা মদ পান করতে শুরু করেন। তাঁর কথায়, “আমাদের গোটা বাড়িতে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হত। খারাপ লাগত এটা দেখে যে তোমার মা তোমার থেকেও বেশি মদ খেয়ে ভালবাসছে। এটা ছিল ওঁর নেশা। এমন একটা জিনিস যা সাইকোলজিক্যালি ঠিক করার জায়গায় পৌঁছে গিয়েছিল। তাই তাঁর মদ খাওয়ার সঙ্গে আমার, আমার বাবা বা ভাইয়ের কোনও যোগ নেই।”

তবে এরই মধ্যে এক ‘কিন্তু’ও যোগ করেছেন সানি। জানিয়েছেন মায়ের নেশা বেড়ে যাওয়ার ক্ষেত্রে পর্ন ছবিতে তাঁর যোগ বড় ভূমিকা পালন করে, তিনি বলেন, “হ্যাঁ, আমি ছিলাম ট্রিগার। স্ট্যাম্প ট্রিগার।” ২০০৮ সালে প্রয়াত হন সানির মা। মেয়ের সাফল্য দেখে যেতে পারেননি তিনি। মেয়ে যে বর্তমানে মুম্বইয়ে থাকেন তাও দেখে যেতে পারেননি। বিগবসে প্রতিযোগী হয়ে সানি এ দেশে আসেন। ওই রিয়ালিটি শো-য়ে সকলের নজর কাড়েন তিনি। আর ওই শো-এ তাঁকে দেখেই পছন্দ হয় মহেশ ভাটের । ‘জিসম ২’ ছবির অফার যায় তাঁর কাছে। এরপর যদিও আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। কাজ করেছেন ‘রাগিনি এমএমএসে ২’, ‘এক পহেলি লীলা’র মতো ছবিতে। এই মুহূর্তে তিন সন্তানে মা তিনি, অন্যদিকে কাজও চলছে চুটিয়ে।

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)