AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বোল্ড ছবি পোস্ট করে তাহিরা বললেন, ‘অন্তত রিপড জিন্স তো পরিনি’

তাহিরার এই পোস্ট সাড়া ফেলেছে বলি মহলে। একতা কাপুর, ভূমি পেডেনকর, হুমা কুরেশির মতো বলি সেলেবরা এই প্রতিবাদের জন্য তাহিরার প্রশংসা করেছেন। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

বোল্ড ছবি পোস্ট করে তাহিরা বললেন, ‘অন্তত রিপড জিন্স তো পরিনি’
তাহিরা কাশ্যপ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 21, 2021 | 7:33 PM
Share

মাথায় কোনও চুল নেই। পরনে বিকিনি। সানগ্লাস পরে যিনি ক্যামেরার দিকে তাকিয়ে তিনি তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রীয়ের পরিচয় নয়, লেখিকা হিসেবে তাহিরার নিজস্ব পরিচিতি রয়েছে। এ হেন তাহিরা সোশ্যাল মিডিয়ায় নিজের এ হেন ছবি পোস্ট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে এক হাত নিলেন।

২০১৮ নাগাদ তাহিরার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর এখন আগের থেকে ভাল আছেন তিনি। ক্যানসারের চিকিৎসার সময়ই কেমোথেরাপির কারণে তাহিরার মাথার চুল পড়ে যায়। সে সময়ে তোলা এই ছবি পোস্ট করে তাহিরা লিখেছেন, ‘অন্তত রিপড জিন্স তো পরিনি।’

কেন রিপড জিন্সের প্রসঙ্গের অবতারণা করলেন তাহিরা? কীভাবেই বা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে কটাক্ষ করলেন তিনি?

দিন কয়েক আগে শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেহরাদুনে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করে। সেখানে উপস্থিত একটি এনজিওর মহিলাকর্মীকে রিপড জিন্স পরতে দেখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানান, এতে শিশুদের মনে ও সমাজে খারাপ উদাহরণ তৈরি হবে। এর প্রতিবাদেই তাহিরার এই পোস্ট বলে মত নেটনাগরিকদের বড় অংশের।

তাহিরার এই পোস্ট সাড়া ফেলেছে বলি মহলে। একতা কাপুর, ভূমি পেডেনকর, হুমা কুরেশির মতো বলি সেলেবরা এই প্রতিবাদের জন্য তাহিরার প্রশংসা করেছেন। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

আরও পড়ুন, বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, প্রকাশ্যে প্রিয়ঙ্কার ভয়ঙ্কর অতীত!