AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Layer’r Shot Ad Controversy: ‘গণধর্ষণে ইন্ধন জোগাচ্ছে’, সুগন্ধীর বিজ্ঞাপন ঘিরে তুমুল নিন্দা, কড়া পদক্ষেপ কেন্দ্রের

Layer'r Shot Ad Controversy: কী রয়েছে ওই বিজ্ঞাপনে?  ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ যদি আপনি দেখে থাকেন তাহলেন বিজ্ঞাপন ব্রেকে এই বিজ্ঞাপনটি নিশ্চয়ই চোখে পড়েছে আপনারও।

Layer'r Shot Ad Controversy: 'গণধর্ষণে ইন্ধন জোগাচ্ছে', সুগন্ধীর বিজ্ঞাপন ঘিরে তুমুল নিন্দা, কড়া পদক্ষেপ কেন্দ্রের
সুগন্ধির বিজ্ঞাপন ঘিরে তুমুল বিক্ষোভ
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 12:19 PM
Share

এক সুগন্ধী প্রস্তুতকারক সংস্থার তরফে প্রকাশিত সাম্প্রতিক কিছু বিজ্ঞাপনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। নেটনাগরিকদের অভিযোগ, ওই বিজ্ঞাপন গণধর্ষণের ইন্ধন জোগাচ্ছে। এ বার ওই সংস্থার বিজ্ঞাপনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রক যত দ্রুত সম্ভব ওই অ্যাড সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞাপন ‘কোড’ অনুযায়ী শুরু হয়েছে তদন্তও।

কী রয়েছে ওই বিজ্ঞাপনে?  ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ যদি আপনি দেখে থাকেন তাহলেন বিজ্ঞাপন ব্রেকে এই বিজ্ঞাপনটি নিশ্চয়ই চোখে পড়েছে আপনারও। বিজ্ঞাপনে দেখানো হয়েছে, একটি মেয়ে ও একটি ছেলে ঘরের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় বসে আছেন। হঠাৎই সেই ঘরে আগমন হয় আরও কিছু ছেলের। বয়ফ্রেন্ডটিকে প্রশ্ন করা হয়, ‘শট মারা’? সে সম্মতি জানালে ছেলের দলের মধ্যে একটি ছেলেকে বলতে শোনা যায়, ‘এবার আমাদের পালা’। দেখা যায় পাশে বসা মেয়েটির মুখ শুকিয়ে গিয়েছে। সে ভীত। যদিও ছেলেটি ‘শট’ অর্থাৎ লেয়ারস শট নামক ওই সুগন্ধির দিকে এগিয়ে গিয়ে তা মেখে নেয়। আর এখানেই নেটিজেনদের আপত্তি। মেয়েটির ওই ভীত মুখ যে সমাজের অনেক মেয়েকেই পোহাতে হয়েছে সে কথাই বলেছেন তাঁরা।

চিঠি পাঠানো হয় মহিলা কমিশনের তরফেও। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এক চিঠির মাধ্যমে মহিলা কমিশনারের পক্ষ থেকে লেখা হয়, ‘এই বিজ্ঞাপনটি স্পষ্টভাবে নারীদের বিরুদ্ধে যৌন হিংসা প্রচার করছে এবং পুরুষদের মধ্যে ধর্ষক মানসিকতাকে উৎসাহিত করছে। বিজ্ঞাপনটিকে গণমাধ্যমে প্রচার করার অনুমতি দেওয়া উচিত নয়।’ এর পরেই কেন্দ্রের তরফে ওই অ্যাড সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

View this post on Instagram

A post shared by smish (@smishdesigns)