সিক্স প্যাক আর নেই, বদলে গোলগাল ভুঁড়ি, করণের ছবি ফাঁস হতেই তাজ্জব নেটিজেন
অভিনেতা নিজেই নিজের এই চেহারা ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে। কেন তাঁর এই অবস্থা হয়েছে সেই কারণও লিখেছেন করণ। অভিনেতা মতে তাঁর এই শারীরিক পরিবর্তনের পিছনে দায়ী লকডাউন।
করণ ওয়াহি, বলিউড তাঁকে চেনে ফিটনেস ফ্রিক হিসেবে। সেই করণের সাম্প্রতিক ছবি দেখেই চক্ষু চড়কগাছ তাঁর ভক্তদের। এ কী কাণ্ড! সিক্স প্যাকের জায়গায় অভিনেতার দেহে শোভা পাচ্ছে গোলগাল এক ভুঁড়ি!
অভিনেতা নিজেই নিজের এই চেহারা ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে। কেন তাঁর এই অবস্থা হয়েছে সেই কারণও লিখেছেন করণ। অভিনেতা মতে তাঁর এই শারীরিক পরিবর্তনের পিছনে দায়ী লকডাউন। নিজের আগে-পরের তিনটি ছবি শেয়ার করে করণ লিখেছেন, “অ্যাবস সারাজীবন থেকে যাবে, এই কথা আসলে মিথ।” যে তিনটি ছবি করণ শেয়ার করেছেন তা বিভিন্ন পর্যায়ের। প্রথম ছবিটি লকডাউনের একদম শুরুর দিকে। যে ছবিতে স্পষ্ট তাঁর সিক্স প্যাক, দ্বিতীয় ছবি নিয়েই যত গোলমাল। ওই ছবিতে করণের মুখের দিকে নয়, দৃষ্টি আটকে যায় তাঁর ভুঁড়ির দিকেই। আর তৃতীয় ছবিটি একেবারে টাটকা। ভুঁড়ি বাদ দিয়ে আবারও আগের শেপে ফিরে আসার চেষ্টার ছবি। যদিও ‘দিল্লি এখন অনেক দূর।” হ্যাশট্যাগ দিয়ে রসিক করণ লিখেছেন, “ম্যায় ওয়াপাস আউঙ্গা…”।
View this post on Instagram
করণের ওই ছবি দেখে রসিকতা করতে ছাড়েননি ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরাও। এক সেলিব্রিটি বন্ধুর বক্তব্য, “যাক ভালই হল, এবার অন্তত সবাই বিশ্বাস করবে করণেরও অ্যাব চলে যায়।” এক নেটিজেন লিখেছেন, “ঠিক আছে। কোনও ব্যাপার না। আমার শেপে চলে আসবে। বিয়ার-বেলি তো পঞ্জাবিদের চেনার অন্যতম উপায়।” নিজেকে ফিট রাখতে যদিও আবারও উঠে পড়ে লেগেছেন করণ। পুরনো শেপ তাঁর যে চাই-চাই।