AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা হতে চলেছেন প্রিয়ম, নতুন অতিথির অপেক্ষায় তিনি এবং শুভজিৎ

রবিবার ফাদার্স ডে-র দিন সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির ছবি শেয়ার করেছেন এই জুটি। ভার্চুয়াল ওয়ার্ল্ডেই এসেছে অসংখ্য শুভেচ্ছা বার্তা।

মা হতে চলেছেন প্রিয়ম, নতুন অতিথির অপেক্ষায় তিনি এবং শুভজিৎ
দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jun 20, 2021 | 1:58 PM
Share

আলাপ, বন্ধুত্ব, প্রেম, রেজিস্ট্রি মিলিয়ে সাত বছরের সম্পর্কের পর ২০১৯-এ সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রিয়ম চক্রবর্তী এবং শুভজিৎ কর। টেলিভিশনের চেনা দুই মুখ। সুন্দর অনুষ্ঠান, বন্ধুদের শুভেচ্ছা, প্রিয়জনদের আশীর্বাদ নিয়ে দাম্পত্যের সূচনা হয়েছিল। দু’জনের পথ চলায় এ বার নতুন বাঁক। তাঁদের সংসারে আসছে নতুন অতিথি।

মা হতে চলেছেন প্রিয়ম। তিনি এবং শুভজিৎ এখন প্রথম সন্তানের অপেক্ষায়। রবিবার ফাদার্স ডে-র দিন সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির ছবি শেয়ার করেছেন এই জুটি। ভার্চুয়াল ওয়ার্ল্ডেই এসেছে অসংখ্য শুভেচ্ছা বার্তা।

শুভজিৎ লিখেছেন, ‘হাম সে হামলোগ। আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা প্রয়োজন। হ্যাপি ফাদার্স ডে’। অন্যদিকে একই ছবি শেয়ার করে প্রিয়ম লিখেছেন, ‘প্রকৃতির খামখেয়ালীতে অশান্ত এ পৃথিবীতে, তোমার আসার খবরটিতে হাসছি দেখো যুগলেতে। তোমার আসার সময় হল সবকিছু তাই ভুলিয়ে দিল, দুঃসময়ের চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে গেল। মোদের জীবন ধন্য করে এসো নতুন খুশির ভোরে, ঘরটি মোদের আলো করে আসবে তুমি কদিন পরে। তোমার আসার আনন্দেতে হাসছি মোরা যুগলেতে। সবাই আশিষ দিও মোদের, ভালবাসার চিহ্নটিরে’। এই শুভেচ্ছা বার্তা লিখেছেন প্রিয়মের মা মিতা চক্রবর্তী। সেটাই শেয়ার করেছেন অভিনেত্রী।

কয়েক মাস আগে কাজ বন্ধ করে দেন প্রিয়ম। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। অবশেষে সুখবর দিলেন যুগলে। করোনা পরিস্থিতির কারণে একেবারেই বাড়ি থেকে বেরচ্ছেন না অভিনেত্রী। সব রকম সাবধানতা অবলম্বন করে বাড়িতেই রয়েছেন। নিজেকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রাখছেন। আপাতত নতুন অতিথির অপেক্ষা।

আরও পড়ুন, ‘পরের বার এমন পারফরম্যান্স চাই’, কেন এ কথা নীনাকে বললেন মাসাবা?