AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Serial: ‘মিঠাই’, ‘লালকুঠি’ বন্ধের গুঞ্জনের মাঝেই শেষ আরও এক ধারাবাহিক, আবেগঘন কলাকুশলী

Bengali Serial: টলিপাড়ায় একের পর এক ধারাবাহিক বন্ধের গুঞ্জন। শোনা যাচ্ছে 'মিঠাই' নাকি বন্ধ হতে চলেছে। টিআরপি'র পতনই এর কারণ। 'পিলু'রও শুটিং শেষ। অন্যদিকে রাহুল-রুকমার 'লালকুঠি'ও শেষ হওয়ার মুখে। এ সবের মধ্যেই আরও এক ধারাবাহিকেরও শেষ সম্প্রচার হয়ে গেল নীরবেই।

Bengali Serial: 'মিঠাই', 'লালকুঠি' বন্ধের গুঞ্জনের মাঝেই শেষ আরও এক ধারাবাহিক, আবেগঘন কলাকুশলী
শেষ আরও এক ধারাবাহিক
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 11:02 AM
Share

টলিপাড়ায় একের পর এক ধারাবাহিক বন্ধের গুঞ্জন। শোনা যাচ্ছে ‘মিঠাই’ নাকি বন্ধ হতে চলেছে। টিআরপি’র পতনই এর কারণ। ‘পিলু’রও শুটিং শেষ। অন্যদিকে রাহুল-রুকমার ‘লালকুঠি’ও শেষ হওয়ার মুখে। এ সবের মধ্যেই আরও এক ধারাবাহিকেরও শেষ সম্প্রচার হয়ে গেল নীরবেই। তবে সম্রচার শেষে আবেগঘন অভিনেতারা। শেয়ার করে নিলেন মনের অবস্থা। ধারাবাহিকের নাম ‘মৌ এর বাড়ি’। কালার্স বাংলাতে ওই ছবি সম্রচারিত হতো। ছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অদ্রিজা রায়কে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সপ্তর্ষি রায়।

বিদায়বেলায় আবেগঘন তিনিও। তাঁর কথায়, “আবার একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হলাম! একসাথে প্রায় দেড় বছরের পথ চলা আজ থেমে গেল! জানি, দুঃখ করার কিছুই নেই, তবু আজ #মৌ_এর_বাড়ি-র অন্তিম পর্বের সম্প্রচার দেখতে দেখতে চোখটা ঝাপসা হয়ে এল! কেউ কেউ হয়ত বিষয়টার মধ্যে ন্যাকামোই দেখতে পাবেন!” এখানেই না থেমে তিনি যোগ করেন, “জানেন তো, আমরা যারা দিনের পর দিন শুধুমাত্র পেশার কারণেই বহু চরিত্র সাজি, বহু সম্পর্ক যাপন করি, বহু অনুভূতির পসরা সাজাই…তারা কোথাও না কোথাও এসে খুব একা হয়ে পড়ি, ফাঁকা লাগে! কর্মজগৎ কখন যে ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করে সত্যি, মিথ্যে, নকল, আসলের বিভেদটাকে আবছা করে দেয় নিজেরাও বুঝতে পারিনা! কোনটা যে অভিনয় আর কোনটা যে নয়, সেটাও এমনভাবে গুলিয়ে যায় যে ভরতমুনি থেকে স্তানিস্লাভস্কিও অসহায় হয়ে পড়েন!” সপ্তর্ষির সঙ্গে সহমত অনেকেই। দেড় বছর ধরে যে চরিত্রকে যাপন করেছেন তাঁকে ভুলে যাওয়া কি এতটাই সহজ? প্রশ্ন উঠে আসেই।

প্রসঙ্গত, ধারাবাহিকের নায়িকা অদ্রিজাকে নিয়ে যদিও বিগত বেশ কিছুদিন ধরেই চলছে জোর চর্চা। একদা প্রেমিক কুশল আহুজার সঙ্গে তাঁর যে বিচ্ছেদ হয়েছিল সে কথা তো সকলেই জানেন। তবে শোনা যাচ্ছে, বিচ্ছেদেই সবটা শেষ হয়ে যায়নি। পুরনো প্রেম নাকি আবারও ফিরে এসেছে, একই সঙ্গে দেখা যাচ্ছে দুজনকে, আবারও। তা নিয়ে টলিপাড়ায় চলছে আলোচনা। তবে এ সব গুঞ্জনের মাঝেই আবার ধারাবাহিক শেষ… সব মিলিয়ে অদ্রিজার জীবন এখন ঘটনাবহুল।