AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Benglai Serial: ধারাবাহিকে ফিরছেন রোহন, ‘কখনও না দেখা গল্প নিয়ে’ সঙ্গী অঙ্গনা

Benglai Serial: ধারাবাহিকে ফিরছেন রোহন ভট্টাচার্য। বেশ কিছু দিন ওয়েব সিরিজে কাজ করার পর আবারও ফিরছেন তিনি। ধারাবাহিকের নাম 'তুমি আশেপাশে থাকলে'।

Benglai Serial: ধারাবাহিকে ফিরছেন রোহন, 'কখনও না দেখা গল্প নিয়ে' সঙ্গী অঙ্গনা
ধারাবাহিকে ফিরছেন রোহন
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 1:13 PM
Share

ধারাবাহিকে ফিরছেন রোহন ভট্টাচার্য। বেশ কিছু দিন ওয়েব সিরিজে কাজ করার পর আবারও ফিরছেন তিনি। ধারাবাহিকের নাম ‘তুমি আশেপাশে থাকলে’। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অঙ্গনা রায়কে। অঙ্গনা ওয়েব সিরিজের পরিচিত মুখ।

সম্প্রতি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। ধারাবাহিকের মোশন পোস্টার ইতিমধ্যেই সামনে এসেছে। আর তা সামনে আসতেই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। অনেকেই অবশ্য এই ধারাবাহিকের সঙ্গে মিল খুঁজে পেয়েছে চুনি পান্না ধারবাহিকেরও। ভয়ের আবহেই কি এই ধারাবাহিক? নেটিজেনদের একড়া বড় অংশের ধারণা কিন্তু তেমনটাই। হালফিলে বেশ কয়েকটি ধারাবাহিক এসেছে বিভিন্ন চ্যানেলে। তাঁর মধ্যে হাতেগোনা হিট। নতুন এই ধারাবাহিক দর্শকমনে কতটা জায়গা করে নিতে পারেন এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের ছেলে রোহন। দীর্ঘ দিন ধরেই নানা ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রাক্তন প্রেমিকা সৃজলা গুহও এই মুহূর্তে ধারাবাহিকে পরিচিত নাম। অন্যদিকে সৃজলা স্টারকিড। তিনি অভিনেত্রী লাজবন্তী রায়ের মেয়ে। তবে এটিই তাঁর একমাত্র পরিচয় নয়। এর আগে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মায়ের পরিচয়ে কিছুতেই পরিচিত হতে চান না তিনি। অতীতে তরুণ মজুমদারের ছবি ‘আলো’তে তিনি কাজ করেছেন শিশুশিল্পীর ভূমিকায়। তা ছাড়াও মুম্বইয়ে গিয়ে কাজ করেছেন রণবীর সিংয়ের সঙ্গেও। তাঁদের এই নতুন জুটি কেমন লাগবে দর্শকদের এখন সেটাই দেখার।

View this post on Instagram

A post shared by Star Jalsha (@starjalsha)