AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: সুশান্তের সাফল্যে বাধা দেন তিনিই! এত বছর পর বিস্ফোরক স্বীকারোক্তি অঙ্কিতার

Bollywood Gossip: সাত বছর ধরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে ছিলেন অঙ্কিতা লোখন্ডে। সুশান্ত নেই, তবু এখনও স্মৃতি তাড়া করে বেড়ায় অঙ্কিতাকে। এই মুহূর্তে 'বিগবস'-এ অংশ নিয়েছেন অঙ্কিতা। সেখানেও প্রাক্তনের স্মৃতি মাঝেমধ্যেই শেয়ার করতে দেখা যাচ্ছে তাঁকে। এবার সুশান্তকে নিয়ে এক অজানা তথ্য ফাঁস করে দিলেন অভিনেত্রী। নিজেই জানালেন, সুশান্তের সাফল্যে খুশি ছিলেন না অঙ্কিতা। চাননি তিনি প্রথম হোক। কেন জানেন?

Bollywood Gossip: সুশান্তের সাফল্যে বাধা দেন তিনিই! এত বছর পর বিস্ফোরক স্বীকারোক্তি অঙ্কিতার
অঙ্কিতা-সুশান্ত।
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 7:10 PM
Share

সাত বছর ধরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে ছিলেন অঙ্কিতা লোখন্ডে। সুশান্ত নেই, তবু এখনও স্মৃতি তাড়া করে বেড়ায় অঙ্কিতাকে। এই মুহূর্তে ‘বিগবস’-এ অংশ নিয়েছেন অঙ্কিতা। সেখানেও প্রাক্তনের স্মৃতি মাঝেমধ্যেই শেয়ার করতে দেখা যাচ্ছে তাঁকে। এবার সুশান্তকে নিয়ে এক অজানা তথ্য ফাঁস করে দিলেন অভিনেত্রী। নিজেই জানালেন, সুশান্তের সাফল্যে খুশি ছিলেন না অঙ্কিতা। চাননি তিনি প্রথম হোক। কেন জানেন? অন্য মহিলার সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতা দেখেই জ্বলে পুড়ে খাঁক হয়ে গিয়েছিল অঙ্কিতার মন। ‘ঝলক দিখলা যা’ নামক এক রিয়ালিটি শো-য়ে অংশ নিয়েছিলেন অঙ্কিতা। ওই একই শো-য়ে অংশ নেন সুশান্তও। তবে একসঙ্গে নয়, তাঁদের আলাদা পার্টনার ছিল।

অঙ্কিতার কথায়, “টপ ৫-এর আমি পৌঁছেছিলাম। আর সুশান্ত পৌঁছে গিয়েছিল প্রথম ২-এ। আমি ওকে বলেছিলাম, ‘তুমি হেরে যাও। যদি তুমি যেত তাহলে অনেক সমস্যা হতে পারে। যখন ও ৩০-৩০ পায় আমি রেগেই গিয়েছিলাম। ওকে জিজ্ঞাসা করি, ‘কী করে পেলে ৩০? কেমন করে পেলে?”

ওই শো-য়ে সুশান্তের পার্টনার হয়েছিলেন শম্পা গোপিকৃষ্ণা। তিনি ছিলেন তাঁর কোরিওগ্রাফারও। কোরিওগ্রাফারের সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠতা মোটেও ভাল লাগেনি অঙ্কিতার। তিনি আরও বলেন, “একদিন দেখি নাচতে নাচতে ও ওর কোলে বসে গেল। আমার তো হয়ে গিয়েছে। আমি ভীষণ পজেসিভ ছিলাম। ওর উপর চিৎকার করতে থাকি। এখন যদিও আমি বদলে গিয়েছি।” ‘ঝলক’-এর ওই সিজনের অঙ্কিতার ইচ্ছেই মিলে গিয়েছিল। সুশান্ত প্রথম হননি। দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ২০২০ সালে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। দেখতে দেখতে বছর তিনেক কেটে গিয়েছে। অঙ্কিতাও এগিয়ে গিয়েছেন জীবন। এখন তিনি ব্যবসায়ী ভিকি জৈনের স্ত্রী।