Nitesh Pandey: হোটেল রুম থেকে উদ্ধার শাহরুখের সহ-অভিনেতার দেহ, মৃত্যুর তদন্তে পুলিশ

Nitesh Pandey: টেলিভিশন জগতের কালো দিন। আদিত্য সিং রাজপুত ও বৈভবী উপাধ্যায়ের পর এবার মৃত্যু হল হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডের।

Nitesh Pandey: হোটেল রুম থেকে উদ্ধার শাহরুখের সহ-অভিনেতার দেহ, মৃত্যুর তদন্তে পুলিশ
নীতেশ পাণ্ডে
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 12:32 PM

টেলিভিশন জগতের কালো দিন। আদিত্য সিং রাজপুত ও বৈভবী উপাধ্যায়ের পর এবার মৃত্যু হল হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডের। বয়স হয়েছিল ৫১ বছর। রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন নীতেশ।  সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রে  নাসিকের ইগতপুরী অঞ্চলে শুটিং ছিল অভিনেতার। সেখানেই হোটেল রুম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত হবেন তারা। ইতিমধ্যেই পুলিশের একটি দল ওই হোটেলে পৌঁছে গিয়েছে। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জারি রয়েছে পুলিশের তরফে। তাঁর মৃত্যুতে টেলিভিশনে জগতে নেমে এসেছে শোকের ছায়া। তিন দিনের মধ্যে তিন জনের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।

নীতেশের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকেও এক বিবৃতি দেওয়া হয়েছে। নীতেশের শ্যালক প্রযোজক সিদ্ধার্থ নাগার সংবাদমাধ্যমকে বলেন, “ঠিকই শুনেছেন। আমার জানামিবাবু আর নেই। আমার দিদি ভেঙে পড়েছে। নীতেশের বাবা ইতিমধ্যেই স্টুডিয়োতে গিয়েছেন। বিকেলের মধ্যে ফিরে আসবেন। কী বলব বুঝতে পারছি না। অর্পিতার সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই।” তিনি যোগ করেন, “ওর হৃদরোগের সমস্যা ছিল না। নীতেশ আমার থেকে বয়সে ছোট। হঠাৎ কেন এমন হল আমরা সত্যিই বুঝতে পারছি না। সম্পূর্ণভাবে দিশাহীন আমরা।”

শুধু টেলিভিশন দুনিয়াতেই নয়, থিয়েটারেরও শক্তিশালী মুখ ছিলেন এই অভিনেতা। অভিনয় করেছে বহু ছবিতেও। ‘তেজস’ ছবিতে দেখা গিয়েছিল গোয়েন্দার ভূমিকায়। এ ছাড়াও ‘ওম শান্তি ওম’ ও ‘বাধাই দো’তে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতা উত্তরাখন্ডের মানুষ। একবুক স্বপ্ন নিয়ে এসেছিলেন মুম্বইয়ে। সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। কিন্তু এই অকালমৃত্যু! বাক্যহারা তাঁর পরিবারও।