Tollywood Breakups: টলিপাড়ায় আবারও বিচ্ছেদ? সৃজলাকে নিয়ে মুখ খুললেন রোহন

Tollywood Breakups: পিহু ভক্তদেরও প্রশ্ন, "ব্রেকআপ কি হয়েই গেল?" আসল কারণ খুঁজতে TV9 বাংলা যোগাযোগ করেছিল রোহনের সঙ্গে। দীর্ঘ সম্পর্কের ইতি নাকি জোরা লাগানোর মরিয়া চেষ্টা-- কী বলছেন রোহন?

Tollywood Breakups: টলিপাড়ায় আবারও বিচ্ছেদ? সৃজলাকে নিয়ে মুখ খুললেন রোহন
টলিপাড়ায় বিচ্ছেদ? সৃজলাকে নিয়ে মুখ খুললেন রোহন
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 6:18 PM

টলিপাড়ায় জোর গুঞ্জন। আবারও নাকি এক ব্রেক-আপের গন্ধ ইন্ডাস্ট্রি পাড়ায়! ব্রেকআপ-প্লটে নায়ক রোহন ভট্টাচার্য, নায়িকা সৃজলা গুহ। রিল নয়, ঘোর বাস্তব। রটেছে রিল নায়ক শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৃজলার সাম্প্রতিক ঘনিষ্ঠতাই নাকি এই ‘বিচ্ছেদ’-এর নেপথ্যে! এরই মধ্যে আগুনে ঘি সদ্য সম্প্রচারিত হওয়া স্টার পরিবার অ্যাওয়ার্ড। সেখানে দুই জনের উষ্ণ নাচ দেখে পিহু ভক্তদেরও প্রশ্ন, “ব্রেকআপ কি হয়েই গেল?” আসল কারণ খুঁজতে TV9 বাংলা যোগাযোগ করেছিল রোহনের সঙ্গে। দীর্ঘ সম্পর্কের ইতি নাকি জোড়া লাগানোর মরিয়া চেষ্টা– কী বলছেন রোহন? তাঁর কি মন খারাপ নাকি সব ঠিকই আছে দুজনের মধ্যে?

রোহনের উত্তর, “আমার কানেও এসেছে এইসব কথা। একটাই ইন্ডাস্ট্রি, এতে যা-ই রটে, কানে তো আসেই। না, আমাদের বিচ্ছেদ হয়নি। ” এরপর এক মুহূর্তের নিস্তব্ধতা। আবার যোগ করলেন, “আমার দিক থেকে তো সব ঠিকই আছে।” শনের সঙ্গে সৃজলার বিশেষ কেমিস্ট্রি ‘মন ফাগুন’কে টিআরপিতে উঠিয়ে নিয়ে এসেছিল বেশ উঁচুতে। টেলিপাড়ার গুঞ্জন বলছে সেই কেমিস্ট্রিই নাকি ঘুছিয়ে দিয়েছে রিল-রিয়েলের যাবতীয় পরিসর। শনকে নিয়ে রটনা কতটা বিচলিত করে তাঁকে? রোহনের উত্তর, “কিছু বাইরের লোক এই নিয়ে বলছে। তবে আমি ইনসিকিউরিটিতে ভুগছি না। নিজেকে নিয়ে ব্যস্ত আছি।” শনের সঙ্গে প্রেমিকার সম্পর্ক মধুর আর তাঁর? তিনি যোগ করেন, “ঠিক আছে, সহকর্মী হিসেবে যেমন থাকার কথা।”

সম্পর্কে অশান্তি এ কথা মানতে নারাজ রোহন। তাঁর দাবি, আগের মতো সব ঠিকই আছে। ‘ভজ গোবিন্দ’ করার সময় তাঁর সহ-অভিনেত্রীকে নিয়েও হয়েছিল রটনা। সে কথা মনে করিয়ে দিয়েই রোহন বললেন, “আমাদের দু’জনের কাপল-টকে এইসব গসিপ আসেই না। আর উঠলেও আমরা তা নিয়ে হাসাহাসি করি। আমরা দিব্যি আছি।” তবে টিভিনাইন বাংলার সূত্র বলছে, ব্রেকআপ সত্যিই হয়েছে। রোহন কি মানতে চাইলেন না? কেন এই লুকোচুরি?

বহুদিন ধরে একসঙ্গে আছেন রোহন-সৃজলা। একসঙ্গে থাকেনও তাঁরা। ‘মন ফাগুন’ই সৃজলার প্রথম ধারাবাহিক। তা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন রোহন। তবু হঠাৎ কী হল? গুঞ্জন সত্যিই?  গুঞ্জন যাতে গুঞ্জনই হয়, সেই প্রার্থনাই করছেন তাঁদের অনুরাগীরা।