Arijit Singh Controversy: ‘বদলা’ নিতে কেড়েছিলেন ‘মুখের ভাত’, অরিজিতের কেরিয়ার ধ্বংসে মরিয়া হয়ে ওঠেন সলমন!

Arijit Singh Controversy: সলমনের মুখের উপর দিয়েছিলেন এক কড়া জবাব আর তাতেই খোদ ভাইজানের রোষানলে পড়ে প্রায় কেরিয়ারই ধ্বংস হতে বসেছিল অরিজিতের। বাদ পড়েছিলেন রেকর্ড হওয়া গান থেকে। শত অনুরোধেও গলনি সলমনের মন।

| Edited By: | Updated on: Apr 26, 2022 | 4:53 PM
 ইন্ডাস্ট্রিতে সাতে পাঁচে থাকেন না তিনি। ঝামেলাতেও জড়াতে দেখা যায়নি খুব একটা। এ হেন অরিজিৎ সিংকেই এক সময় পড়তে হয়েছিল এমন এক ঝামেলার মুখে যা রাতারাতি বরবাদ করে দিচ্ছিল তাঁর কেরিয়ার। সলমনের মুখের উপর দিয়েছিলেন এক কড়া জবাব আর তাতেই খোদ ভাইজানের রোষানলে পড়ে প্রায় কেরিয়ারই ধ্বংস হতে বসেছিল অরিজিতের। বাদ পড়েছিলেন রেকর্ড হওয়া গান থেকে। শত অনুরোধেও গলনি সলমনের মন।

ইন্ডাস্ট্রিতে সাতে পাঁচে থাকেন না তিনি। ঝামেলাতেও জড়াতে দেখা যায়নি খুব একটা। এ হেন অরিজিৎ সিংকেই এক সময় পড়তে হয়েছিল এমন এক ঝামেলার মুখে যা রাতারাতি বরবাদ করে দিচ্ছিল তাঁর কেরিয়ার। সলমনের মুখের উপর দিয়েছিলেন এক কড়া জবাব আর তাতেই খোদ ভাইজানের রোষানলে পড়ে প্রায় কেরিয়ারই ধ্বংস হতে বসেছিল অরিজিতের। বাদ পড়েছিলেন রেকর্ড হওয়া গান থেকে। শত অনুরোধেও গলনি সলমনের মন।

1 / 10
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। এক অ্যাওয়ার্ড শো'তে সলমন খানের কাছ থেকে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। তাঁর পোশাক ছিল একেবারেই সাদামাঠা। পায়ে ছিল হাওয়াই চটি। তারকা ঠাসা ওই শো'য়ে এ হেন পোশাক ছিল নিতান্তই বেমানান। পুরস্কার নিয়ে অরিজিৎ মঞ্চে উঠতেই তাঁকে কটাক্ষ করেন সলমন।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। এক অ্যাওয়ার্ড শো'তে সলমন খানের কাছ থেকে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। তাঁর পোশাক ছিল একেবারেই সাদামাঠা। পায়ে ছিল হাওয়াই চটি। তারকা ঠাসা ওই শো'য়ে এ হেন পোশাক ছিল নিতান্তই বেমানান। পুরস্কার নিয়ে অরিজিৎ মঞ্চে উঠতেই তাঁকে কটাক্ষ করেন সলমন।

2 / 10
সবার সামনে প্রকাশ্যেই বলেন, দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছ! চুপ করে থাকেননি অরিজিৎও। ইন্ডাস্ট্রির তথাকথিত 'বস'-এর মুখের উপরেই বলেন, "কী আএ করব তোমরা সবাই মিলে ঘুম পাড়িয়ে দিয়েছ"। সবার সামনে অরিজিতের এই 'ঔদ্ধত্য' যে সলমন ভাল ভাবে নেননি তা তখন টের পাওয়া না গেলেও টের পাওয়া গিয়েছিল কিছু সময় পরেই।

সবার সামনে প্রকাশ্যেই বলেন, দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছ! চুপ করে থাকেননি অরিজিৎও। ইন্ডাস্ট্রির তথাকথিত 'বস'-এর মুখের উপরেই বলেন, "কী আএ করব তোমরা সবাই মিলে ঘুম পাড়িয়ে দিয়েছ"। সবার সামনে অরিজিতের এই 'ঔদ্ধত্য' যে সলমন ভাল ভাবে নেননি তা তখন টের পাওয়া না গেলেও টের পাওয়া গিয়েছিল কিছু সময় পরেই।

3 / 10
সলমন খানের 'সুলতান' ছবিতে গান গাওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। গানের নাম 'জগ ঘুমেয়া'। সেই গান রেকর্ডও করা হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু আচমকাই ওই গান থেকে বাদ দিয়ে দেওয়া হয় অরিজিৎকে। ওই গান গাওয়ানো হয় উস্তাদ রহেত ফাতেহ আলি খানকে দিয়ে। পুরনো ওই বিতর্কের জেরেই যে এই সিদ্ধান্ত তা বুঝতে অসুবিধে হয়নি কারও। ঘটনায় ভেঙে পড়েছিলেন অরিজিৎ নিজেও।

সলমন খানের 'সুলতান' ছবিতে গান গাওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। গানের নাম 'জগ ঘুমেয়া'। সেই গান রেকর্ডও করা হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু আচমকাই ওই গান থেকে বাদ দিয়ে দেওয়া হয় অরিজিৎকে। ওই গান গাওয়ানো হয় উস্তাদ রহেত ফাতেহ আলি খানকে দিয়ে। পুরনো ওই বিতর্কের জেরেই যে এই সিদ্ধান্ত তা বুঝতে অসুবিধে হয়নি কারও। ঘটনায় ভেঙে পড়েছিলেন অরিজিৎ নিজেও।

4 / 10
সলমনের কাছে প্রায় কাকুতি মিনতিকরে নিজের স্টারডমকে দূরে ঠেলে একটি পোস্ট করেন গায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে অরিজিৎ লেখেন,"আমি বহুবার আপনাকে ফোন করার চেষ্টা করেছি। মেসেজ করেছি। আপনাকে অপমান করতে আমি চাইনি"।

সলমনের কাছে প্রায় কাকুতি মিনতিকরে নিজের স্টারডমকে দূরে ঠেলে একটি পোস্ট করেন গায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে অরিজিৎ লেখেন,"আমি বহুবার আপনাকে ফোন করার চেষ্টা করেছি। মেসেজ করেছি। আপনাকে অপমান করতে আমি চাইনি"।

5 / 10
এখানেই না থেমে নিজের সেলেব স্বত্বাকে দূরে সরিয়ে রেখে অরিজিৎ আরও লেখেন, "আপনি অপমানিত হয়েছেন আমি তা বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দিন। আমি ও আমার পরিবার আপনার অন্ধ ভক্ত। আমি অনেকবার আপনাকে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু আপনি কিছুতেই বুঝতেই পারছেন না। কতবার যে ক্ষমা চেয়ে মেসেজ করেছি তা আপনি নিজেও জানেন না।"

এখানেই না থেমে নিজের সেলেব স্বত্বাকে দূরে সরিয়ে রেখে অরিজিৎ আরও লেখেন, "আপনি অপমানিত হয়েছেন আমি তা বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দিন। আমি ও আমার পরিবার আপনার অন্ধ ভক্ত। আমি অনেকবার আপনাকে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু আপনি কিছুতেই বুঝতেই পারছেন না। কতবার যে ক্ষমা চেয়ে মেসেজ করেছি তা আপনি নিজেও জানেন না।"

6 / 10
অরিজিৎ আরও বলেন, তাঁর গান বাদ দেওয়া হয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। কিন্তু সুলতানে তাঁর গানের ভার্সনটা যাতে রাখা হয় তাতেও তিনি খুশি হবেন। তিনি লেখেন, "আপনার জন্য গাওয়া একটা গান নিয়েই আমি বিরতি নিতে পারি। দয়া করে আমার এই অনুভূতি কেটড়ে নেবেন না"। কিন্তু এ সব সত্ত্বেও চিড়ে ভেজেনি।

অরিজিৎ আরও বলেন, তাঁর গান বাদ দেওয়া হয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। কিন্তু সুলতানে তাঁর গানের ভার্সনটা যাতে রাখা হয় তাতেও তিনি খুশি হবেন। তিনি লেখেন, "আপনার জন্য গাওয়া একটা গান নিয়েই আমি বিরতি নিতে পারি। দয়া করে আমার এই অনুভূতি কেটড়ে নেবেন না"। কিন্তু এ সব সত্ত্বেও চিড়ে ভেজেনি।

7 / 10
 সলমনের মন গলেনি। নিজের কোনও ছবিতে অরিজিৎকে দিয়ে গান তো গাওয়ানইনি, বরং শোনা যায়, বিভিন্ন ছবি থেকে তাঁর গান বাদ দেওয়ার জন্যই নাকি প্রভাবিত করতে শুরু করেন ভাইজান। অরিজিৎও তাঁর এই পোস্ট ফেসবুকে এক ঘণ্টা রেখেই মুছে দিয়েছিলেন। কেন? সেই রহস্য যদিও আজও অজানা।

সলমনের মন গলেনি। নিজের কোনও ছবিতে অরিজিৎকে দিয়ে গান তো গাওয়ানইনি, বরং শোনা যায়, বিভিন্ন ছবি থেকে তাঁর গান বাদ দেওয়ার জন্যই নাকি প্রভাবিত করতে শুরু করেন ভাইজান। অরিজিৎও তাঁর এই পোস্ট ফেসবুকে এক ঘণ্টা রেখেই মুছে দিয়েছিলেন। কেন? সেই রহস্য যদিও আজও অজানা।

8 / 10
এরও পরে অরিজিৎকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন সলমন। তিনি বলেন, "মানুষ আসে, মানুষ গান গায়। প্রতি ছবিতেই অনেক গায়ককেই বাদ দেওয়া হয়। এটা তো সম্পূর্ণ ভাবে প্রযোজক ও পরিচালকের সিদ্ধান্ত।" তিনি দায় এড়িয়েছিলেন। কিন্তু ভাইজান যে ছবিতে কাজ করেন সেই ছবিতে তাঁর কথাই যে শেষ-- এ কথা তো ইন্ডাস্ট্রিতে তো নতুন নয়।

এরও পরে অরিজিৎকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন সলমন। তিনি বলেন, "মানুষ আসে, মানুষ গান গায়। প্রতি ছবিতেই অনেক গায়ককেই বাদ দেওয়া হয়। এটা তো সম্পূর্ণ ভাবে প্রযোজক ও পরিচালকের সিদ্ধান্ত।" তিনি দায় এড়িয়েছিলেন। কিন্তু ভাইজান যে ছবিতে কাজ করেন সেই ছবিতে তাঁর কথাই যে শেষ-- এ কথা তো ইন্ডাস্ট্রিতে তো নতুন নয়।

9 / 10
শোনা যায়, 'ওয়েলকাম টু নিউওয়র্ক' ছবি থেকেও নাকি অরিজিৎকে বাদ দিয়েছিলেন ভাইজান। যদিও সে সব অতীত। সাময়িক ভাবে জীবন অস্থির হলেও এখন সব শান্ত। অরিজিৎ বেছে নিয়েছেন নিজের সাদামাঠা জীবন। মুম্বইয়ে চাকচিক্য থেকে বহুদূর জিয়াগঞ্জে পরিবারের মধ্যেই শান্তি খুঁজে পান তিনি।

শোনা যায়, 'ওয়েলকাম টু নিউওয়র্ক' ছবি থেকেও নাকি অরিজিৎকে বাদ দিয়েছিলেন ভাইজান। যদিও সে সব অতীত। সাময়িক ভাবে জীবন অস্থির হলেও এখন সব শান্ত। অরিজিৎ বেছে নিয়েছেন নিজের সাদামাঠা জীবন। মুম্বইয়ে চাকচিক্য থেকে বহুদূর জিয়াগঞ্জে পরিবারের মধ্যেই শান্তি খুঁজে পান তিনি।

10 / 10
Follow Us: