AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sweta Mishra: ‘ব্যবসা করব না তা কী হয়’, কেন বললেন ‘ইচ্ছেপুতুল’-এর খলনায়িকা শ্বেতা মিশ্র

Icche Putul: সেই ধারাবাহিকই মেঘের দিদি অর্থাৎ শ্বেতা মিশ্র বাস্তবে ঠিক কেমন মানুষ? অভিনয় দেখে দর্শকেরা একপ্রকার রে-রে করে উঠছে, তিনি কিন্তু বেশ গোছানো মেয়ে বাস্তবে। পরিবারের থেকে দূরে থাকেন, কর্মসূত্রে কলকাতায় একাই থাকা হয়। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান রিয়্যালিটি শোয়ে উপস্থিত হতে দেখা গেল তাঁকে।

Sweta Mishra: 'ব্যবসা করব না তা কী হয়', কেন বললেন 'ইচ্ছেপুতুল'-এর খলনায়িকা শ্বেতা মিশ্র
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 8:59 AM
Share

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে তিনি খল নায়িকা। দুই বোনের গল্প নিয়ে এই ধারাবাহিক। একদিকে মেঘ ও তার সম্পর্কের টানা পড়েন অন্যদিকে, তার দিদি ময়ূরীর প্রতিটা পদে পদে সেই সংসার ভাঙার ছক। কারণ ময়ূরী প্রথম থেকেই মন দিয়েছিলেন তার বোনের বরকে। এমনই প্লটে তৈরি ইচ্ছে পুতুল। আর সেই ধারাবাহিকই মেঘের দিদি অর্থাৎ শ্বেতা মিশ্র বাস্তবে ঠিক কেমন মানুষ? অভিনয় দেখে দর্শকেরা একপ্রকার রে-রে করে উঠছে, তিনি কিন্তু বেশ গোছানো মেয়ে বাস্তবে। পরিবারের থেকে দূরে থাকেন, কর্মসূত্রে কলকাতায় একাই থাকা হয়। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান রিয়্যালিটি শোয়ে উপস্থিত হতে দেখা গেল তাঁকে।

সেখানে শো সঞ্চ্যালক রচনা বন্দ্যোপাধ্যায়কে জানালেন, তিনি জন্মসূত্রে মারওয়ারী হলেও বাংলাটার বিশেষ পছন্দ। তাঁর কথায় তিনি বাংলা শিখেছেন সম্পূর্ণ নিজের ইচ্ছায়। শ্বেতা বলেন, ‘যেখানে থাকছি সেখানকার সংস্কৃতিকে ভালবাসবো না তা কি হয়। আমার এখানকার খাবার এখানকার ভাষা সবটাই ভীষণ পছন্দের। আর ঠিক সেই কারণেই নিজের ইচ্ছায় বাংলাটাকে আপন করে নেওয়া।’ খেতে ভীষণ পছন্দ করেন  শ্বেতা। তবে অনেক রান্নাই তাঁর খুব একটা কিনে খেতে ভাল লাগে না। তাই ধীরে ধীরে সবটাই বানাতে শিখে নিয়েছেন তিনি। রচনা জানতে চান, এই রান্না করে তিনি খাওয়ান কাকে? খুব একটা দ্বিধাবোধ না করেই অভিনেত্রী জানালেন, এক বিশেষ বন্ধুকে। যে বন্ধু খাবারের ব্যবসার সঙ্গেই যুক্ত। পাশ থেকে তাঁর বন্ধুরা বলে ওঠেন সে তাঁর রান্না করার এই ইচ্ছে কেবল খাওয়ার জন্য নয়, ভবিষ্যতে এই ব্যবসায় হাত লাগানোর জন্য। বিষয়টা বিন্দুমাত্র এড়িয়ে যান নি সেটা। হাসতে হাসতে রচনার উদ্দেশ্যে জানান, তিনি তো মারোয়ারী ব্যবসা তাঁর রক্তে। বললেন ‘করতেই পারি মারওয়াড়ি হয়ে ব্যবসা করব না তা কি হয়।’