AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali serial: আজই শেষ শুট ‘তিতলি’র, জায়গা দখল করবে কোন ধারাবাহিক?

এ প্রসঙ্গে ধারাবাহিকটির প্রযোজক সুশান্ত দাসের সঙ্গে যোগাযোগ করা হলে খবরে শিলমোহর দিয়ে তিনি জানান, আজই এই ধারাবাহিকের শেষ শুট। এক শ্রবণশক্তিহীন মেয়ের পাইলট হওয়ার ইচ্ছে নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকটির পথ চলা...

Bengali serial: আজই শেষ শুট 'তিতলি'র, জায়গা দখল করবে কোন ধারাবাহিক?
টিম তিতলি।
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 9:00 PM
Share

অবশেষে শেষ হচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘তিতলি’। দিন কয়েক আগেই শেষ হয়েছে ওই চ্যানেলেরই আর এক ধারাবাহিক ‘দেশের মাটি’। এবার সমাপ্তি মধুপ্রিয়া ও আরিয়ান অভিনীত এই ধারাবাহিকটিও।

এ প্রসঙ্গে ধারাবাহিকটির প্রযোজক সুশান্ত দাসের সঙ্গে যোগাযোগ করা হলে খবরে শিলমোহর দিয়ে তিনি জানান, আজই এই ধারাবাহিকের শেষ শুট। এক শ্রবণশক্তিহীন মেয়ের পাইলট হওয়ার ইচ্ছে নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকটির পথ চলা। তবে প্রথম থেকেই এই ধারাবাহিকের টিআরপি দাগ কাটতে পারেনি।

প্লট অন্যরকম হলেও বাস্তবতার অভাবে মাঝেমধ্যেই ট্রোলের শিকার হতে হয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্রদের। তবে অনুরাগীর সংখ্যা যে একেবারেই ছিল না এমনটা নয়। এই ধারাবাহিক দিয়েই ডেবিউ করেছিলেন মধুপ্রিয়া। অন্যদিকে বেশ কয়েক বছর বড় পর্দায় অভিনয়ের পর আবারও এই মেগা দিয়েই ধারাবাহিক জগতে কামব্যাক করেছিলেন আরিয়ান। এরপর প্লট যত এগিয়েছে যুক্ত হয়েছে আরও নানা চরিত্র, তবু টিআরপি’র হেরফের হয়নি তেমন। প্রশ্ন উঠছে, পরপর দুটি ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। জায়গা নেবে কারা?

‘দেশের মাটি’ ধারাবাহিকের জায়গায় দেখা যাবে খুকুমণী হোম ডেলিভারি নামে এক নতুন ধারাবাহিক যার প্রোমো ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে। অন্যদিকে সূত্রের খবর স্টার জলসায় এক নতুন ধারাবাহিকের মাধ্যমেই জুটি বাঁধবেন সোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। সূত্র আরও বলছে, ডিসেম্বরেই ওই ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা। আর সব ঠিক থাকলে এই নভেম্বরেই হবে প্রোমোর শুটিং। প্রযোজনার দায়িত্বে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট।

স্টার ও জি’র টক্করে স্টারকে বিগত বেশ কিছু মাস ধরেই ক্রমাগত গোল দিচ্ছে জি-বাংলা। টিআরপি’র তালিকা দেখলেই সে আঁচ করাই যায়। সেই কারণেই কি একের পর এক নতুন ধারবাহিক আনতে তৎপর স্টার কর্তৃপক্ষ? কোন ধারাবাহিক হতে পারে ‘তুরুপের তাস’? বলবে সময়…।

আরও পড়ুন:Shahrukh-Salman: কাছাকাছি আসছেন শাহরুখ-সলমন, আরিয়ানের জন্য দিনরাত প্রার্থনা করছেন সেলিম-হেলেন

আরও পড়ুন:Mumbai Cruise Drug Case: ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে চার সদস্যের বিশেষ দল গঠন করল মুম্বই পুলিশ