দু’বছর বয়সে বাবাকে হারান ভারতী, স্মৃতি শেয়ার করতে গিয়ে কেঁদে ফেললেন

Bharti Singh: মাত্র দু’বছর বয়সে বাবাকে হারান ভারতী। ফলে বাবার তেমন কোনও স্মৃতি তাঁর নেই। বাবার ভালবাসা যে কেমন, তা বোঝার সুযোগ তিনি পাননি।

দু’বছর বয়সে বাবাকে হারান ভারতী, স্মৃতি শেয়ার করতে গিয়ে কেঁদে ফেললেন
ভারতী সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 6:15 PM

ভারতী সিং। কমেডিয়ান হিসেবে হিন্দি টেলিভিশন দর্শকের কাছে পরিচিত মুখ। ভারতীর পারফরম্যান্স পছন্দ করেন দর্শক। বেশ কিছু রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। ভারতীর সঞ্চালনা যে কোনও অনুষ্ঠানে অন্য মাত্রা য়োগ করে। এ হেন ভারতী সদ্য এক সাক্ষাৎকারে কেঁদে ফেললেন। প্রয়াত বাবার কথা মনে করে কান্না ধরে রাখতে পারলেন না তিনি।

মাত্র দু’বছর বয়সে বাবাকে হারান ভারতী। ফলে বাবার তেমন কোনও স্মৃতি তাঁর নেই। বাবার ভালবাসা যে কেমন, তা বোঝার সুযোগ তিনি পাননি। একজন পুরুষ কী ভাবে কোনও মহিলাকে কখনও বন্ধু, কখনও বাবা, কখনও প্রেমিক হিসেবে ভালবাসতে পারে, কীভাবে যত্ন নিতে পারে, তার অনুভূতি নাকি ভারতীর হয়েছিল বিয়ের পর। হর্ষ লিম্বাচিয়াকে বিয়ের পর সেই অভাব অনেকটাই পূরণ হয়েছে।

সদ্য এক সাক্ষাৎকারে ভারতী বলেন, “আমার জীবনে শুধু মা ছিলেন। বাবা ছিলেন না। আমার তখন দু’বছর বয়স। বাবা মারা যান। আমি তো তাঁকে দেখিওনি। আমার মনে নেই। বাড়িতে বাবার কোনও ছবি নেই। আমার দিদি এবং দাদা বাবার সঙ্গ পেয়েছিল। আমি পাইনি।”

ভারতী আরও জানান, ছোট থেকে দাদা বা দিদির সঙ্গেও নাকি তাঁর ভাল সম্পর্ক ছিল না। প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত থাকতেন। ফলে তাঁকে আলাদা করে যত্ন করার মতো মা ছাড়া আর কেউ ছিলেন না। ২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। এ বার ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও জানান ভারতী।

আরও পড়ুন, অপরাজিতা ছবি পরিচালনা করলে নায়িকা হবেন সঙ্ঘশ্রী!