Bharti Singh: পরিকল্পনা ছাড়াই গর্ভবতী, প্রথম আড়াই মাস নাকি বুঝতেই পারেননি ভারতী!
Bharti Singh: ২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। গত বছরই এক ধাক্কায় ১৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি।
আর মাত্র কিছু দিনের অপেক্ষা। সংসার বাড়তে চলেছে কমেডিয়ান ভারতী সিং। তবে সন্তান ধারণের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট প্ল্যানিংয়ের দরকার ছিল তা নাকি ভারতী বা স্বামী হর্ষ কেউই করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। প্ল্যানিং নয়, হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর।
ভারতী জানান তাঁর ওজনের জন্যই নাকি আড়াই মাস অবধি তিনি বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা। তাঁর কথায়, যখন আমি অন্তঃসত্ত্বা হই আড়াই মাসের জন্য আমি কিছুতেই বুঝতে পারিনি। মোটা মানুষেরা আবুঝে উঠতে পারে না। আমি খাচ্ছিলাম, শুট করছিলাম। ডান্স দিওয়ানেতে গিয়ে নাচ করছিলাম। হঠাৎ করেই মনে হল একবার পরীক্ষা করিয়ে দেখি। করালাম। বাইরে এলাম। দেখলাম টেস্টিং কিটে দু’টো লাইন। হর্ষকে গিয়ে বলাতে ও নিজেও খুব খুশি। তবে প্ল্যানিং করে কিছু হয়নি।”
প্রথম বার মা হতে চলেছেন ভারতী। আর এ সময় হর্ষ তাঁর খেয়াল রাখছেন প্রতিনিয়ত। এর আগে এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছিলেন, হর্ষ তাঁকে আগলে রাখছেন, খেয়াল রাখছেন প্রতিট মুহূর্তে। তিনি যোগ করেন, “ও পুরো আমার নার্স হয়ে গিয়েছের। পিঠ ব্যথা করলে টিপে দিচ্ছে।” নিয়মিত যোগাভ্যাস করছেন তিনি। প্রথম বার মা হচ্ছেন তাই কিছুটা হলেও চিন্তিত। মেনে চলছেন ডাক্তারের পরামর্শও।
২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। গত বছরই এক ধাক্কায় ১৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি। ভারতী নাকি ইন্টারমিটেট ফাস্টিং অনুসরণ করেছিলেন। আর তাতেই এই ফল পেয়েছেন। ওজন বেশি থাকায় তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল। কিন্তু ওজন কমিয়ে ফেলার পর নাকি আগের থেকে তিনি অনেকটাই ভাল আছেন। ৯১ কিলোগ্রাম থেকে কমিয়ে নিজের ওজন আপাতত ৭৬-এ নিয়ে এসেছেন তিনি। ভারতী বলেছিলেন, “আগে আমার শ্বাস নিতে সমস্যা হত। এখন আর সমস্যা হয় না। হালকা লাগে। আমার ডায়াবেটিস আর অ্যাজমা এখন কন্ট্রোলে রয়েছে।”
গত ডিসেম্বরে ভাংড়া নেচে অভিনব এক ভিডিয়ো প্রকাশ করে মা হওয়ার খবর জানিয়েছিলেন কমেডিয়ান। আপাতত আর কয়েক দিনের অপেক্ষা। সংসারে নতুন অতিথি এল বলে।
আরও পড়ুন: আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন অনুষ্কা, আট বছর আগে দেখা স্বপ্নের ইতি?