Ankita-Vicky: ধারে কাছে নেই স্ত্রী অঙ্কিতা, জানেন ভিকি জৈনের বিপুল সম্পত্তির পরিমাণ?

Ankita-Vicky: বিগবসের ঘরে ঢোকার পর থেকেই সম্পর্ক তলানিতে গিয়েছে ভিকি জৈন ও অঙ্কিতা লোখন্ডের। বিয়ের বয়স মোটে দেড় বছর। তবু তাঁদের নিত্য অশান্তিতে জেরবার অন্যান্য সদস্যও। অঙ্কিতা পেশায় অভিনেত্রী। বহুদিন থেকে এই ইন্ডাস্ট্রির অংশ তিনি। অন্যদিকে ভিকি কিন্তু এই ইন্ডাস্ট্রির অংশ নন। তিনি পেশায় ব্যবসায়ী।

Ankita-Vicky: ধারে কাছে নেই স্ত্রী অঙ্কিতা, জানেন ভিকি জৈনের বিপুল সম্পত্তির পরিমাণ?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 8:04 PM

বিগবসের ঘরে ঢোকার পর থেকেই সম্পর্ক তলানিতে গিয়েছে ভিকি জৈন ও অঙ্কিতা লোখন্ডের। বিয়ের বয়স মোটে দেড় বছর। তবু তাঁদের নিত্য অশান্তিতে জেরবার অন্যান্য সদস্যও। অঙ্কিতা পেশায় অভিনেত্রী। বহুদিন থেকে এই ইন্ডাস্ট্রির অংশ তিনি। অন্যদিকে ভিকি কিন্তু এই ইন্ডাস্ট্রির অংশ নন। তিনি পেশায় ব্যবসায়ী। নিন্দুকরা বলে থাকেন, পয়সার জন্যই নাকি ভিকিকে বিয়ে করেছেন অঙ্কিতা। সত্যিই কি তাই? হিসেব বলছে, অঙ্কিতার মোট সম্পত্তির পরিমাণ ভিকির থেকে অনেকটাই কম। ব্যবসায়ী ভিকির পয়সার সীমা নেই। স্বামী-স্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

হিসেব জানাচ্ছে, অঙ্কিতার মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটির কাছাকাছি। অন্যদিকে ভিকির মোট সম্পত্তি ছাড়িয়ে গিয়েছে ১০০ কোটি। মুম্বইয়ে ৮ টি ঘর সম্পন্ন একটি বিলাসবহুল বাড়িও রয়েছে তাঁর। শুধু কি তাই?বিসিএল অর্থাৎ বক্স ক্রিকেট লিগ যেখানে তারকারা খেলেন, সেই লিগের দল ‘মুম্বই টাইগারস’এর মালিকও তিনি। অঙ্কিতাকে বিয়ের উপহার হিসেবে কী দিয়েছিলেন ভিকি জানেন? আংটি বা হার নয়! মালদ্বীপের মতো জায়গায় এক বিলাসবহুল বাংলো। এক কোটি, দুই কোটি নয়, সেই বাংলোর দাম ৫০ কোটি টাকা! তবে এ থেকে প্রমাণ হয় না, অঙ্কিতা ‘পয়সার লোভ’-এ বিয়ে করেছেন ভিকিকে। কারণ, উপহারের নিরিখে অঙ্কিতাও কিন্তু কম যান না। বিয়েতে তিনিও ভিকিকে দিয়েছিলেন ইয়াচ (yacht) অর্থাৎ বিলাসবহুল তরী, যার দাম প্রায় আট কোটি টাকা।

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর অঙ্কিতা ভালবেসেই বিয়ে করেছিলেন ভিকি জৈনকে। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ তাঁদের সংসারে ঝড়। মন ভাল নেই তাঁদের ভক্তদের। সব ঠিক হয়ে যাক দ্রুত, এমনটাই চাইছেন সকলে।