Debina-Gurmeet: মুম্বই নয়, মেয়ের প্রথম জন্মদিন কেন কলকাতায় পালন গুরমীত-দেবিনার?

Debina-Gurmeet: মুম্বইয়ে তাঁদের রাজত্ব। কিন্তু বড় মেয়ে লিয়ানার প্রথম জন্মদিন কলকাতাতেই ধুমধাম করে পালন করলেন ছোট পর্দার 'রাম-সীতা' দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমীত চৌধুরী। কেন?

Debina-Gurmeet: মুম্বই নয়, মেয়ের প্রথম জন্মদিন কেন কলকাতায় পালন গুরমীত-দেবিনার?
কেন কলকাতায় পালন গুরমীত-দেবিনার?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 11:24 AM

মুম্বইয়ে তাঁদের রাজত্ব। কিন্তু বড় মেয়ে লিয়ানার প্রথম জন্মদিন কলকাতাতেই ধুমধাম করে পালন করলেন ছোট পর্দার ‘রাম-সীতা’ দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমীত চৌধুরী। কেন? নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। ছোটবেলাটা কলকাতাতেই কেটেছে দেবিনার। এই শহর জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর এক টুকরো মেয়েবেলা। নায়িকার কথায়, “লিয়ানা যখন জন্মায় তখন থেকেই এমনটা ভেবে রেখেছিলাম আমি। আমি চেয়েছিলাম আমার দুই মেয়ে যেন পরিবারের বড়দের কাছ থেকে আশীর্বাদ নিতে পারে। সেই কারণে এই পরিকল্পনা।” জানিয়ে রাখা ভাল, শুধু বড় মেয়ের জন্মদিনই নয়, ছোট মেয়ের অন্নপ্রাশনও ওই একই দিনে দিয়েছেন দেবিনা। একদিনে জোড়া সেলিব্রেশন। উচ্ছ্বসিত অভিনেত্রী।

কীভাবে হল সেলিব্রেশন? পুরো ঘর সাজানো হয়েছিল ইউনিকর্ণ বেলুন দিয়ে। ম্যাজিক শো থেকে শুরু করে ট্যাটু মেকিং— কী ছিল না সেখানে? ছিল বাকি বাচ্চাদের জন্য মজার নানা ধরনের খেলাও। আনা হয়েছিল তিন তলা কেক। সব মিলিয়ে জমজমাট ছিল অনুষ্ঠান। কলকাতায় সেলিব্রেশনে খুশি বাবা গুরমীতও। তাঁর কথায়, “বহু বার কলকাতায় এসেছি। আমার অন্যতম প্রিয় শহর এই কলকাতা। সকল আত্মীয়ের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভাল লাগল। লিয়ানা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। এক বছর যে এভাবে কেটে যাবে বুঝতেই পারিনি।”

শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রথম ধারাবাহিক ‘রামায়ণ’-এ অভিনয়ের সময়েই পর্দার রাম-সীতার প্রেম গড়ায় বাস্তবেও। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। বলিউডের অন্দর বলে বিয়ের দিন থেকেই তাঁদের বন্ডিং বেশ ভাল। এখনও পর্যন্ত নেই কোনও গসিপ, নেই তৃতীয় ব্যক্তির আগমনের খবরও। বিয়ের এক দশক পর তাঁদের জীবনে আসে লিয়ানা। তাঁদের ছোট মেয়ের নাম দিভিষা। আপাতত দুই মেয়েকে নিয়ে ভালই কাটছে তাঁদের। কাজ থেকে কিছুদিন ব্রেক নিয়েছেন দেবিনা। কিছু দিন আগেই ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। পরপর দুই সন্তানের জন্ম দিয়ে ওজন বেশ কিছুটা বেড়ে গিয়েছিল তাঁর। এ নিয়ে শুনতে হয়েছে নানা কটাক্ষ। যদিও এই সবে মোটেও ভ্রূক্ষেপ নেই তাঁর। পাত্তাও দিতে চান না কটাক্ষের। দুই মেয়েকে নিয়ে বেজায় ব্যস্ত দেবিনা।