সে এক সাংঘাতিক কাণ্ড! অনীক দত্ত নাকি ফের বিয়ে করেছেন! কয়েক মিনিট আগে পোস্ট হওয়া তাঁর একটি পোস্টে সেরকমই প্রকাশ পেয়েছে। তবে পাত্রী তাঁর আগের বিয়ে করা স্ত্রী। বিয়ের ২৫ বছরের পূর্তিতে থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন অনীক নিজে। ছবিটি অনীকের সঙ্গে ব্যক্তিগতভাবে শেয়ার করেছিলেন তাঁর এক প্রিয়জন। তাঁকে সৌজন্য জানিয়ে ছবিটি পোস্ট করে অনীক ক্যাপশন লিখেছেন ফেসবুকে।
অনীক লিখেছেন, “থ্রোব্যাক। আমাদের ২৫ বছরের বিবাহবার্ষিকীতে নিছক বন্ধুদের অনুরোধে এমন কাজ করতে হল, যা আমি আমার নিজের বিয়েতেও করিনি। আমাকে পরতে হল টোপর। স্ত্রীর সিঁথিতে সিঁদুরও পরাতে হয়েছে। সেই সিঁদুর… যা কিনা পুরুষতান্ত্রিক সমাজের অংশ…” নিজের পোস্টে বাঙালি বিয়ের টোপরকে ‘জগন্য টুপি’ বলেছেন অনীক।
সম্প্রতি ‘অপরাজিত’ ছবিটি তৈরি করেছেন অনীক। সেই ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি করেছেন একটি চরিত্র। সেই চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল। ছবিতে জিতুর চেহারার সঙ্গে হুবহু মিলে গিয়েছে সত্যজিতের চেহারা। তাই নিয়ে হইহই পড়ে যায়। প্রস্থেটিক মেকআপ করেছিলেন সোমনাথ কুণ্ডু।
ছবিতে বাবার চরিত্রে কেমন মানিয়েছে জিতু কামালকে? TV9 বাংলা জিজ্ঞাসা করায় জানিয়েছিলেন খোদ সত্যজিৎ-পুত্র পরিচালক সন্দীপ রায়। বলেছেন, “এমনতিতে তো ঠিকই আছে। গোটা বিষয়টাই অনীক খুব গুরুত্ব সহকারে দেখছেন। ঠিকই আছে। ভালই লাগছে দেখতে।”
জিতুর এই লুককে বাবা সত্যজিতের সঙ্গে কি মেলাতে পারছেন সন্দীপ? জিজ্ঞেস করায় সন্দীপ প্রথমে হেসে ওঠেন। তারপর বলেন, “সেটা তো আমাদের ক্ষেত্রে বলা খুবই মুশকিল। কিন্তু আমি বলব যথেষ্ট ভাল হয়েছে।”
ছবিতে জিতুর লুক আগেই অনীক দেখিয়েছিলেন সন্দীপকে। কিছুটা হলেও মুখে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছে। সন্দীপ আমাদের বলেছেন, “আমি কিন্তু আগেই জিতুর লুক দেখেছি। অনীকই আমাকে দেখিয়েছিলেন। প্রথম দিন থেকেই আমার কাছে তিনি আসছেন। যোগাযোগ রাখছেন। প্রতিমুহূর্তে আমাকে বলছেন কী কী হচ্ছে। সিরিয়াস ভাবে কাজটা করছেন।”
আরও পড়ুন: Tollywood Shooting: ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’, কেমন চলছে শুটিং?
আরও পড়ুন: Amol Palekar Hospitalized: পুনের হাসপাতালে ভর্তি আমোল পালেকর, কেমন আছেন তিনি?