Tollywood Shooting: ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’, কেমন চলছে শুটিং?

যশ, নুসরত, সুমন্ত মুখোপাধ্যায়, দেবাশিস মণ্ডল... জমিয়ে শুটিংয়ের কিছু ঝলক দেখুন। শিলাদিত্য মৌলিকের নতুন ছবি।

| Edited By: | Updated on: Feb 10, 2022 | 7:17 PM
‘‘মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি’’—প্রয়াত পরিচালক তপন সিংহের ‘আতঙ্ক’ ছবির বিখ্যাত সংলাপ। ছবিতে অভিনয়ের সূত্রে সংলাপটি প্রথম বলেছিলেন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় এবং বলেছিলেন ‘মাস্টারমশাই’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্দেশে। সেই সংলাপকে উপজীব্য করেই ছবি ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’, যার উদ্দেশ্য তপন সিনহাকে ট্রিবিউট দেওয়া। আর এখানেই কহানি মেঁ টুইস্ট।

‘‘মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি’’—প্রয়াত পরিচালক তপন সিংহের ‘আতঙ্ক’ ছবির বিখ্যাত সংলাপ। ছবিতে অভিনয়ের সূত্রে সংলাপটি প্রথম বলেছিলেন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় এবং বলেছিলেন ‘মাস্টারমশাই’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্দেশে। সেই সংলাপকে উপজীব্য করেই ছবি ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’, যার উদ্দেশ্য তপন সিনহাকে ট্রিবিউট দেওয়া। আর এখানেই কহানি মেঁ টুইস্ট।

1 / 6
এই ছবিতে ‘মাস্টারমশাই’ চরিত্রে সুমন্ত মুখোপাধ্যায়কেই কাস্ট করেছেন পরিচালক।

এই ছবিতে ‘মাস্টারমশাই’ চরিত্রে সুমন্ত মুখোপাধ্যায়কেই কাস্ট করেছেন পরিচালক।

2 / 6
এই ছবিতে যশ-নুসরত জুটিকে দেখবেন দর্শক। মহরতের আগেই গানের দৃশ্যে শুটিং হয় কাশ্মীরে। পরিচালক বলেন ,“এটা সত্যিই মজার, যে মহরতের আগেই কাশ্মীরে গানের শুটিং করে ফেলেছি আমরা। বাইরে ছিলাম বলে মহরত করতে পারিনি।  আমরা তপন সিনহাকে ট্রিবিউট দিচ্ছি এই ছবিতে।"

এই ছবিতে যশ-নুসরত জুটিকে দেখবেন দর্শক। মহরতের আগেই গানের দৃশ্যে শুটিং হয় কাশ্মীরে। পরিচালক বলেন ,“এটা সত্যিই মজার, যে মহরতের আগেই কাশ্মীরে গানের শুটিং করে ফেলেছি আমরা। বাইরে ছিলাম বলে মহরত করতে পারিনি। আমরা তপন সিনহাকে ট্রিবিউট দিচ্ছি এই ছবিতে।"

3 / 6
 ছাত্র রাজনীতি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালক আগেই TV9 বাংলাকে জানিয়েছেন, "আমার ছবির গল্প ‘আতঙ্ক’ ছবির গল্পের মতো একেবারেই নয়। কিন্তু প্রেক্ষাপট সেটাই। ২০০০ সালের গল্প। যশ-নুসরতকে দেখা যাবে কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীর চরিত্রে। ওরা রিসার্চ ফেলোর চরিত্রে।"

ছাত্র রাজনীতি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালক আগেই TV9 বাংলাকে জানিয়েছেন, "আমার ছবির গল্প ‘আতঙ্ক’ ছবির গল্পের মতো একেবারেই নয়। কিন্তু প্রেক্ষাপট সেটাই। ২০০০ সালের গল্প। যশ-নুসরতকে দেখা যাবে কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীর চরিত্রে। ওরা রিসার্চ ফেলোর চরিত্রে।"

4 / 6
ছবিতে রয়েছেন অনির্বাণ চক্রবর্তীও।

ছবিতে রয়েছেন অনির্বাণ চক্রবর্তীও।

5 / 6
তপন সিনহার ‘আতঙ্ক’ মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায় ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন শতাব্দী রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খবরের শিরোনামে উঠে আসা বিভিন্ন ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ছবি, যা আজও প্রাসঙ্গিক বলে মনে করেন বহু মানুষ।

তপন সিনহার ‘আতঙ্ক’ মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায় ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন শতাব্দী রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খবরের শিরোনামে উঠে আসা বিভিন্ন ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ছবি, যা আজও প্রাসঙ্গিক বলে মনে করেন বহু মানুষ।

6 / 6
Follow Us: