Mouni Roy: হাতে শাঁখা-পলা, পরনে সুইমওয়্যার, গুলমার্গে যে রিসর্টে মধুচন্দ্রিমায় মৌনী, একদিনের ঘরের ভাড়া জানেন?

এক সময় মধুচন্দ্রিমা পালন করতে বিদেশের মাটিতে ছুট্টে যেতেন তারকারা। কিন্তু এখন তাঁরা দেশে মধ্যেই খুঁজে নিয়েছেন মনের মতো বেড়ানোর জায়গা।

Mouni Roy: হাতে শাঁখা-পলা, পরনে সুইমওয়্যার, গুলমার্গে যে রিসর্টে মধুচন্দ্রিমায় মৌনী, একদিনের ঘরের ভাড়া জানেন?
মধুচন্দ্রিমায় মৌনী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 8:27 PM

‘দ্যা খাইবার হিমালায়ান রিসর্ট অ্যান্ড স্পা’ – বরফে ঢাকা পর্বতের মাঝে একটি রিসর্ট। সেই রিসর্টটিই এখন বলি তারকাদের বেড়াতে যাওয়ার অন্যতম প্রিয় জায়গা। হিমালয়ের কোলে গুলমার্গে অবস্থিত রিসর্টে সম্প্রতি ভাই ইব্রাহিম ও বন্ধুদের সঙ্গে ঘুরে এসেছেন সারা আলি খান। সেই রিসর্টেই মধুচন্দ্রিমা পালন করলেন সদ্য বিবাহিত মৌনী রায় ও তাঁর স্বামী দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। রিসর্টের একদিনের ভাড়া কত জানলে চোখ কপালে উঠবে আপনার।

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

মৌনীর শেয়ার করা ভিডিয়ো ও ছবি দেখে আপনারও যদি সেখানে থাকতে ইচ্ছা করে, তা হলে বলি, ১৫ এপ্রিল থেকে নতুন রেজ়ারভেশন শুরু হচ্ছে ‘দ্যা খাইবার হিমালায়ান রিসর্ট অ্যান্ড স্পা’-এর। প্রতিদিনের ভাড়া হিসেবে এপ্রিল মাসে ২৪,৭০০ থেকে ৩২,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাস থেকে দাম কিছুটা হলেও কমবে, ২২,৪০০ টাকা।

কেবল কাশ্মীরি নয়, বিভিন্ন আন্তর্জাতিক খাবারের প্ল্যাটার পাওয়া যায় পাঁচ তারা রিসর্টে। ছাদেও একটি রেস্তরাঁ আছে এই রিসর্টের। অতিথিরা সেখানে টেবিল টেনিস, স্নুকার খেলতে পারেন। সুইমিং পুলে আনন্দ করতে পারেন। গুলমার্গের বিখ্যাত গন্ডোলার চেয়ে ১০ মিনিটের দূরত্বে এই রিসর্ট। শ্রীনগর বিমানবন্দর থেকে ৫৯.৯ কিলোমিটারের দূরত্বে রয়েছে।

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

এক সময় মধুচন্দ্রিমা পালন করতে বিদেশের মাটিতে ছুট্টে যেতেন তারকারা। কিন্তু এখন তাঁরা দেশে মধ্যেই খুঁজে নিয়েছেন মনের মতো বেড়ানোর জায়গা। তবে একথা বলতে বাধা নেই, মালদ্বীপের পর তারকাদের পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা কাশ্মীর। মধুচন্দ্রিমায় মোনোকিনি স্যুট পরে ছবি পোস্ট করেছেন মৌনী। হাতে শাঁখা পলা পরতে ভোলেননি।

আরও পড়ুন: Amol Palekar Hospitalized: পুনের হাসপাতালে ভর্তি আমোল পালেকর, কেমন আছেন তিনি?

আরও পড়ুন: Madhuri Dixit-Manav Kaul: ‘মাধুরীর সঙ্গে সম্পর্ক কো-অ্যাক্টরের চেয়েও বেশি’, কেন বললেন মানব কল?

আরও পড়ুন: Writing With Fire-Oscar Nomination: অস্কারের মঞ্চে বাঙালি পরিচালকের তথ্যচিত্র; স্বতন্ত্র পরিচালনার লড়াই কতখানি? বললেন পরিচালক