AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shruti Das: জন্মদিনে এক অনুরাগী কী বিশেষ উপহার দিল শ্রুতিকে?

Bengali Serial: জ়ি বাংলার 'রাঙা বউ' সিরিয়ালে অভিনয় করেন শ্রুতি দাস। সিরিয়াল সেটেই অভিনেত্রী জন্মদিন পালন করছেন সকলের সঙ্গে। তিনি জন্মদিন শেয়ার করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। জন্মদিনে অভিনেত্রী শ্রুতি দাসকে শুভেচ্ছা জানালেন তাঁর এক অনুরাগী। সেই পোস্ট থেকে উঠে এল কিছু তথ্য। যেমন শ্রুতি এক থিয়েটার কর্মী।

Shruti Das: জন্মদিনে এক অনুরাগী কী বিশেষ উপহার দিল শ্রুতিকে?
শ্রুতি দাস।
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 5:25 PM
Share

জন্মদিনে অভিনেত্রী শ্রুতি দাসকে শুভেচ্ছা জানালেন তাঁর এক অনুরাগী। সেই পোস্ট থেকে উঠে এল কিছু তথ্য। যেমন শ্রুতি এক থিয়েটার কর্মী। লম্বা পোস্ট করেছেন সেই অনুরাগী। থিয়েটার পারফরম্যান্সের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

অনুরাগীর খোলা চিঠি: “জন্মদিনের শুভেচ্ছা: শ্রুতি দাস আপাত দৃষ্টিতে জন্মদিন তো বছরের আর পাঁচটা দিনের মতোই। একটু-আধটু আনন্দ উদযাপন, অনেকের কাছ থেকে শুভেচ্ছা প্রাপ্তি, মনে বাড়তি খুশির ভাব আসা ইত্যাদি কিছু অনুষঙ্গ যোগ হয় মাত্র। কিন্তু এর গভীরতর তাৎপর্য এক অনন্য অনুভুতি তৈরি করে। অন্তরমহলে ভীড় করে কত পূর্ব স্মৃতি! রোমন্থনের এই উপভোগটুকুই তো আগামী পদক্ষেপকে প্রাণিত করে।

আজ তোমার জন্মদিনে সর্ব শক্তিমানের কাছে আমরা প্রার্থনা করি তোমার আগামী পথ আরও ঝলমলে এবং মসৃণ হোক। তোমার অভিনয় বৈচিত্রে মুগ্ধ হোক অসংখ্য মানুষ।

জানি ‘ত্রিনয়নী’র নয়ন, ‘দেশের মাটি’র নোয়া এবং ‘রাঙা ব‌উ’ অসংখ্য বাংলাভাষী মানুষের হৃদয়পুরে বাস করো। আর আমরা গর্বিত, কারণ আমাদের অনুভবে তুমি ‘রক্তকরবী’র নন্দিনী, ‘অথঃ সুতনুকা কথা’র দেবদাসী সুতনুকা , ‘তোমার অসীমে’র রবীন্দ্র অনুরাগিণী শিক্ষিকা সুনন্দা কিংবা ‘ক্যাটাগরি জেড এবং’-এর মানবিক নার্স দীপা হয়ে চির বিরাজমানা আছো।”

জ়ি বাংলার ‘রাঙা বউ’ সিরিয়ালে অভিনয় করেন শ্রুতি দাস। সিরিয়াল সেটেই অভিনেত্রী জন্মদিন পালন করছেন সকলের সঙ্গে। তিনি জন্মদিন শেয়ার করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও।