Special Episode: দিদি নম্বর ১ সেটে লক্ষ্মী পুজোর স্পেশ্যাল সেলিব্রেশনে থাকছে মিঠাই পরিবার
Mithai: লক্ষ্মী পুজোর দিন বিকেলে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। দিদি নম্বর ১ মানেই লক্ষ্মী লাভ, নগদ টাকা উপহার থেকে শুরু করে প্রচুর গিফট জিতে নেওয়ার সুযোগ।
সদ্য দুর্গা পুজোর স্পেশ্যাল পর্ব নিয়ে ব্যস্ত একাধিক ধারাবাহিক। একের পর এক সিরিয়ালের সেটে দেখা গিয়েছে দুর্গা পুজোর নতুন মোড়। কোথাও এল ঠাকুর, কোথাও আবার কেবলই সেলিব্রেশনের পালা। সেই পুজোর আমেজ কাটিয়ে এবার মিঠাই ধারাবাহিকে অন্য মেজাজ। লক্ষ্মী পুজো স্পেশ্যাল পর্ব (Laxmi Puja Special Episode)। তবে লক্ষ্মী পুজো আর ঠাকুর এনে সেটেই হইহই নয়, এবার মিঠাই (Mithai) পরিবারের লক্ষ্মী লাভের পালা। ঝড়ের গতিতে ভাইরাল হয় এপিসোডের প্রোমো। শ্রীতমা থেকে শুরু করে মিঠাই, এদিন মজার খেলায় মাতবেন সকলেই। দিদি নম্বর ১ সেটে উপস্থিত হয়ে সকলের নজর কাড়বে এবার মিঠাই পরিবার। তবে এই প্রথম নয়। এর আগেও দিদি নম্বর ১ (Didi No 1) সেটে উপস্থিত হতে দেখা যায় তাঁদের।
প্রত্যেকেই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ নিয়ে খোলামেলা আড্ডা আলোচনায় মাতবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লক্ষ্মী পুজোর দিন বিকেলে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। দিদি নম্বর ১ মানেই লক্ষ্মী লাভ, নগদ টাকা উপহার থেকে শুরু করে প্রচুর গিফট জিতে নেওয়ার সুযোগ। একাধিক ঝড়ের ওপর দিয়ে যেতে দেখা যায় মিঠাই পরিবারকে। দর্শকদের চমক দিতে পরতে-পরতে গল্পের মোড় পাল্টায়। টানা এক বছর ধরে টিআরপি-তে প্রথম স্থান দখল করে থাকা এই ধারাবাহিক ড্রইং রুমে ভীষণ জনপ্রিয়।
তবে এখন বেশকিছুদিন ধরেই টিআরপি-র তালিকাতে ওঠা-পড়া বর্তমান। তবে মাঝে মাঝেই গল্পের গতির দাপটে তা ফিরে আসছে চেনা ছকে। এবার সেই সকলের প্রিয় মিঠাই পরিবারই হাজির রচনার সেটে। রবিবার বিকেলে তাই হইহই করে হল্লা পার্টির সেলিব্রেশনের সাক্ষী থাকবে এবার দর্শক। লক্ষ্মী পুজোর দিন এই বিশেষ পর্বে থাকছে বিশেষ আয়োজন। তবে সেরার সেরা উপহার জিতে নিয়ে কে হবেন দিদি নম্বর ওয়ান তা দেখতে চোখ রাখতে হবে রবিবার বিকেলে জিবাংলায়।