Dolon Roy Hospitalized: ঠা-ঠা রোদ্দুরে একটানা শুটিং, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে দোলন রায়

Dolon Roy: বৃহস্পতিবার আউটডোর শুটিং ছিল তাঁর। সেখানেই একটানা গরমে শুট করে বাড়ি এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

Dolon Roy Hospitalized: ঠা-ঠা রোদ্দুরে একটানা শুটিং, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে দোলন রায়
হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে দোলন রায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 9:14 PM

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে টলিউডের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার আউটডোর শুটিং ছিল তাঁর। সেখানেই একটানা গরমে শুট করে বাড়ি এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় বমি। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি। যদিও অভিনেত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল।

হাসপাতাল থেকেই ধরা গলায় টিভিনাইন বাংলাকে অভিনেত্রী বলেন, “এখন একটু সুস্থ আছি। কাল অবস্থা ভীষণই খারাপ ছিল। আসলে একটানা রোদের মধ্যে শুট করেছিলাম তো। গরমটাও তো খুব পড়েছে। সেই কারণেই অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে ভর্তি করতে হয়। আশা করছি খুব তাড়াতাড়ি বাড়ি যেতে পারব।” এই খবরে চিন্তায় অভিনেত্রীর অনুরাগীরাও। দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এমনটাই প্রার্থনা তাঁদের। দোলন জানিয়েছেন তাঁর এই অসুস্থতায় বেজায় চিন্তিত স্বামী দীপঙ্কর দেও। তিনিও যথাসাধ্য খেয়াল রাখছেন স্ত্রীর। আপাতত তাঁকে সুস্থ করে বাড়ি নিয়েই আসাই লক্ষ্য পরিবারের।

বাংলা টেলিভিশনে পরিচিত মুখ দোলন। অভিনয় করেছেন বহু ধারাবাহিকে। এই মুহূর্তে রিয়েল লাইফ স্টোরি টুম্পা অটোওয়ালি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। তবে আপাতত সুস্থ হয়ে তবেই কাজে ফেরার সুপারিশ অভিনেত্রীর শুভানুধ্যায়ীদের।