Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja Special Episode: কালী পুজোর দিনই কি গৌরীর দেবীরূপ সকলের চোখে ধরা পড়তে চলেছে…

Serial Update: চোখের সামনে ঘটতে থাকা কোনও ভুল ঘটনাকে আটকে দেবার চেষ্টা করে। ঈশ্বরের নামে হওয়া ভন্ডামিকে চোখে আঙুল দিয়ে সকলের সামনে তুলে ধরতে হয় না বিন্দুমাত্র পিছপা হয় না গৌরী।

Kali Puja Special Episode: কালী পুজোর দিনই কি গৌরীর দেবীরূপ সকলের চোখে ধরা পড়তে চলেছে...
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 2:41 PM

জি বাংলার গৌরী এলো ধারাবাহিকে বিশেষ পর্ব এবার কালী পুজোয়। বাড়িতে প্রতিষ্ঠিত ঘোমটা কালীকে নিয়ে বরাবরই গৌরীর ব্যস্ততা থাকে তুঙ্গে। ঠাকুরের সমস্ত বিষয় খুঁটিনাটিতে তার চোখ। অন্ধ বিশ্বাসকে নয়, বিশ্বাসকে জিতিয়ে দিতেই বারে বারে সে অন্যায়ের প্রতিবাদ করে। চোখের সামনে ঘটতে থাকা কোনও ভুল ঘটনাকে আটকে দেবার চেষ্টা করে। ঈশ্বরের নামে হওয়া ভন্ডামিকে চোখে আঙুল দিয়ে সকলের সামনে তুলে ধরতে হয় না বিন্দুমাত্র পিছপা হয় না গৌরী। বরাবরই সে সত্যের পক্ষে দাঁড়াতেই বেশি পছন্দ করে।

বিভিন্ন ধারাবাহিকে যেমন দুর্গাপূজা নিয়ে নানা বিশেষ পর্ব থাকে, তেমন গৌর এলো ধারাবাহিকের প্রাণকেন্দ্র ঘোমটা কালীকে নিয়ে বিশেষ পর্ব থাকবে না কালীপূজায়, তেমন কি হয়? না তেমনটা মোটেও নয়। ফলে কালীপুজোর দিন টানা দু’ঘণ্টার বিশেষ পর্ব দর্শকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যেই বাড়ির বিভিন্ন সদস্যেরা প্রমাণ পেয়েছে গৌরীর মধ্যে দেবীর আবির্ভাব। কখনও লক্ষ্মীর পায়ের ছাপ কখনও আবার হঠাৎ করে প্রদীপ জ্বলে ওঠায় কিছুটা হলেও দাদু আঁচ করতে পারে গৌরীর মধ্যে রয়েছে কোনও বিশেষ শক্তি।

কালী পূজার দিন কি তিনি পারবেন সকলের সামনে প্রমাণ করে দিতে গৌরীর এই মাহাত্ম্য। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। তবে কেবল ঘোমটা কালীর পুজো, টানটান উত্তেজনাতেই আটকে থাকা নয়, এদিন সন্ধ্যেবেলা গৌরী এলোর বিশেষ পর্বে থাকছে জি বাংলা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রের আনাগোনা। ফলে গল্প আড্ডা আনন্দ সেলিব্রেশন সঙ্গে ধারাবাহিকের টুইস্ট সবমিলিয়ে এদিন গৌরী এলো না দেখলেই নয়। সোমবার অর্থাৎ কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় ৬টা থেকে ৮টা পর্যন্ত সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।