TRP: ‘এ কী কথা’!  টপ ১০-এও ছিল না যে, সে-ই এবার ১ নম্বরে

Bengali Serial: না দেখলে বিশ্বাসই করতে পারবেন না! প্রথম দিকে প্রথম দশেও জায়গা হয়নি যে ধারাবাহিকের, সেই ধারাবাহিকই নাকি এখন প্রথম স্থানে। এও সপ্তাহের টিআরপি তালিকায় ঘটে গিয়েছে এক নিঃশব্দ বিপ্লব। সকলকে হারিয়ে দিয়ে প্রথম স্থানে চলে এসেছে 'কার কাছে কই মনের কথা'।

TRP: 'এ কী কথা'!  টপ ১০-এও ছিল না যে, সে-ই এবার ১ নম্বরে
প্রথম দিকে টপ ১০-এও ছিল না যে, সেই এবার ১ নম্বরে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 8:21 PM

না দেখলে বিশ্বাসই করতে পারবেন না! প্রথম দিকে প্রথম দশেও জায়গা হয়নি যে ধারাবাহিকের, সেই ধারাবাহিকই নাকি এখন প্রথম স্থানে। এও সপ্তাহের টিআরপি তালিকায় ঘটে গিয়েছে এক নিঃশব্দ বিপ্লব। সকলকে হারিয়ে দিয়ে প্রথম স্থানে চলে এসেছে ‘কার কাছে কই মনের কথা’। পেয়েছে ৭.৭। প্রথম তিনে জায়গা হয়নি ‘অনুরাগে র ছোঁয়া’র। পরপর দুই সপ্তাহে এত খারাপ ফল এযাবৎ ‘অনুরাগের ছোঁয়া’র ক্ষেত্রে ঘটেনি। ট্র্যাক পরিবর্তনই কি তবে কাল হয়ে দাঁড়াল ওই ধারাবাহিকের? এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু’। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।

আর সবাইকে চমকে দিয়ে, ভক্তদের মন খারাপ করিয়ে এই সপ্তাহে চতুর্থ স্থানে জায়গা করেছে ‘অনুরাগের ছোঁয়া’। পেয়েছে ৭.২। এর পরের নম্বরই কিন্তু ৬.৪। সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’ রয়েছে এই স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে শ্রুতি আর গৌরব জুটি– ধারাবাহিক ‘রাঙাবউ’। ওদিকে আবার সপ্তম স্থানে একটি নয়, জায়গা করেছে তিন তিনটে ধারাবাহিক। সেগুলি হল– ‘ইচ্ছে পুতুল’, ‘জল থই থই ভালবাসা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। ওই ধারাবাহিক পেয়েছে ৬.২। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘সন্ধ্যাতারা’, ‘তুঁতে’ ও ‘তোমাদের রানি’। শেষ সপ্তাহে বাংলা মিডিয়ামও রয়েছে ওই দশ নম্বরেই। পুজোর সপ্তাহে ধরাশায়ী হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’। পুজো কাটতেই একই হাল। আগামী দিনে আবারও কামব্যাক করে কিনা ওই ধারাবাহিক, সেই উত্তরের অপেক্ষাতেই আপাতত রয়েছেন সূর্য-দীপার ভক্তরা।