TRP: কিছুটা স্বস্তি সূর্য-দীপার, প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’সহ আরও এক ধারাবাহিক

Bengali Serial: আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই টিআরপির পালা। এই সপ্তাহে কী হল? কে রইল কোন স্থানে এক নজরে দেখে নেওয়া যাক। বিগত বেশ কিছু দিন ধরেই টিআরপিতে টালমাটাল অবস্থা। 'জগদ্ধাত্রী', 'অনুরাগের ছোঁয়া'র মতো প্রথম স্থানে ধারাবাহিকগুলি ক্রমশ যাচ্ছিল পিছিয়ে।

TRP: কিছুটা স্বস্তি সূর্য-দীপার, প্রথম স্থানে 'জগদ্ধাত্রী'সহ আরও এক ধারাবাহিক
প্রথম স্থানে 'জগদ্ধাত্রী'সহ আরও এক ধারাবাহিক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 8:47 PM

আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই টিআরপির পালা। এই সপ্তাহে কী হল? কে রইল কোন স্থানে এক নজরে দেখে নেওয়া যাক। বিগত বেশ কিছু দিন ধরেই টিআরপিতে টালমাটাল অবস্থা। ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’র মতো প্রথম স্থানে ধারাবাহিকগুলি ক্রমশ যাচ্ছিল পিছিয়ে। তবে না, এবারে তা হল না। কিছুটা স্বস্তিতে সূর্য ও দীপার ভক্তরা। না প্রথম হওয়া হয়নি তাঁদের। তবে পাঁচ নম্বরে নেমে যাওয়া থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। তিনে রয়েছে ওই ধারাবাহিক। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক। রয়েছে ‘নিম ফুলে র মধু’ ও ‘জগদ্ধাত্রী’… ওই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৮.১। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি।

তৃতীয় স্থানে অনুরাগের ছোঁয়া ছাড়াও রয়েছে আরও এক ধারাবাহিক। তা হল ‘কার কাছে কই মনের কথা’। ওই দুই ধারাবাহিকই পেয়েছে ৭.২। চতুর্থ স্থানে রয়েছে তোমাদের রানি। ওই ধারাবাহিক পেয়েছে ৬.৪। অন্যদিকে সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘গীতা এলএলবি’ রয়েছে পঞ্চম স্থানে। এই দুই ধারাবাহিকই শুরু হয়েছে সম্প্রতি। কিন্তু শুরু হয়েই তাক লাগিয়ে দিচ্ছেন ধারাবাহিক দু’টি। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ‘সন্ধ্যাতারা’ ও ‘লাভ বিয়ে আজকাল’। অন্যদিকে অষ্টম স্থানে রয়েছে এক জোড়া ধারাবাহিক। তা হল ‘ইচ্ছে পুতুল’ ও ‘রাঙা বউ’। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘জল থই থই ভালবাসা’। প্রথম সপ্তাহেই ‘গীতা এলএলবি’ ঢুকে পড়েছে প্রথম পাঁচে। টিআরপি বড়ই অদ্ভুত। আজ যে প্রথম স্থানে কাল সেই চলে যাবে না শেষে– হলফ করে কেই বা বলতে পারে এমনটা?