Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্ডিয়ান আইডলের মঞ্চে পরোক্ষে সুশান্ত-কাণ্ড নিয়ে মুখ খুললেন করণ!

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। আর এই স্বজনপোষণ বিতর্কে যে যে পরিচালকের নাম সামনের সারিতে আসে তাঁদের মধ্যে অন্যতম করণ জোহর।

ইন্ডিয়ান আইডলের মঞ্চে পরোক্ষে সুশান্ত-কাণ্ড নিয়ে মুখ খুললেন করণ!
সুশান্ত-করণ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 11:43 PM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পার হয়েছে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসে সম্প্রতি সুশান্ত কাণ্ড নিয়েই নিজে অভিজ্ঞতার কথা শেয়ার করলেন করণ। যদিও সুশান্তের নাম তিনি নেননি, তবু করণের কথাতেই কী প্রসঙ্গে তিনি মন্তব্য করছেন তার আভাস মিলেছে।

ইন্ডিয়ান আইডলে সেরা ছয়ে জায়গা করে নিয়েছেন শন্মুখপ্রিয়া। কিন্তু শন্মুখপ্রিয়তার যোগ্যতা নিয়ে বিভক্ত নেটজেন। তিনি আদপে ইন্ডিয়ান আইডলের সেরা ছয়ে থাকার যোগ্য কিনা তা নিয়ে অবিরাম চলতে থাকে ট্রোলিং। তাঁর এক রকমে গানের স্টাইলে বিরক্ত নেটিজেনদের অনেকেই। শন্মুখপ্রিয়ার কাছে এই ট্রোল প্রসঙ্গেই করণ বলেন, “আমি জানি বিগত বেশ কিছু দিন ধরে অনলাইনে তোমাকে ট্রোল হতে হচ্ছে। আমি তোমায় একটা কথাই বলতে চাই আমার সঙ্গে কিন্তু এই জিনিস বহু বছর ধরে হয়ে আসছে। আমি যা করি, আমি মন থেকে করি। এক নিষ্ঠুর পৃথিবী আমাকে নিয়ে নিজস্ব মতামত তৈরি করে নিয়েছে। করণ আরও যোগ করেন, “যখন ঘুম থেকে উঠি তখন দেখি মানুষ আমাকে নিয়ে খারাপ কতাহ বলছে। গত বছর তো ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। গোটা বছরটাই মানুষ আমাকে নিয়ে ট্রোল করেছে।”

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। আর এই স্বজনপোষণ বিতর্কে যে যে পরিচালকের নাম সামনের সারিতে আসে তাঁদের মধ্যে অন্যতম করণ জোহর। পুরনো বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সব ভিডিয়োতে করণের সুশান্তের প্রতি আচরণও ক্ষুব্ধ করে নেটিজেনদের। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হন করণ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সে বিতর্ক আজ খানিক ফিকে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসে শন্মুখপ্রিয়াকে ট্রোল প্রসঙ্গে সেই ঘটনার কথাই আরও একবার মনে করিয়ে দিলেন করণ জোহর।

আরও পড়ুন- একই ছবিতে সহ-অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন যে সব অভিনেত্রী