এই অভিনেত্রীর প্রাক্তনের সঙ্গেই নতুন সম্পর্কে জড়ালেন শ্রীমা?
তাঁরা নাকি একে-অপরকে ইতিমধ্যেই ‘আনফলো’ও করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। অথচ এই তো কয়েকদিন আগের কথা। তাদের ছবি দেখলে বলা হত ‘রিলেশনশিপ গোলস’।
‘বাতাসে গুনগুন…’
‘গুঞ্জন’, ‘গুনগুন’ এই শব্দগুলো টলিপাড়ার অন্দরে খুব একটা অচেনা শব্দ নয়। সম্পর্ক ভাঙা-গড়া, নতুন রসায়ন, নতুন সমীকরণ নিন্দুকের চোখ এড়িয়েও যেন এড়ায় না। আর এই ডিজিটাল যুগে ফলো, আনফলোর কাউন্ট তো থাকে সেই নিন্দুকদের হাতের তালুতে। এবার গুঞ্জন টলিপাড়ায় ভাঙছে আরও এক জুটি: কথা হচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রায় (চারু) এবং তাঁর চর্চিত প্রেমিক সায়ন্ত মোদক -এর।
তাঁরা নাকি একে-অপরকে ইতিমধ্যেই ‘আনফলো’ও করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। অথচ এই তো কয়েকদিন আগের কথা। তাদের ছবি দেখলে বলা হত ‘রিলেশনশিপ গোলস’। তাঁদের সোশ্য়াল মিডিয়া পোস্ট কিন্তু অনেকেরই ঈর্ষার কারণ। তবে শোনা যাচ্ছে সম্পর্কে চিড় ধরেছে ‘লাভ বার্ডস’-এর। আর চিড় ধরার কারণ নাকি অন্য এক নায়িকা। সায়ন্ত আর দেবচন্দ্রিমার প্রেমপর্ব বেশ অনেকদিনের। নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ ভিডিয়ো হোক কিংবা নিজেদের কোনও বিশেষ মূহূর্ত। কোনও কিছুতেই লুকোছাপা নেই।
কিন্তু এই প্রেমপর্বই নাকি এখন মোড় নিয়েছে ত্রিকোণ প্রেমে। সূত্রের খবর, সায়ন্তর জীবনে উঁকি দিচ্ছে নতুন প্রেম। ‘বেদের মেয়ে জোৎস্না’ ধারাবাহিকে তাঁর সহ-অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যই নাকি সায়ন্তর জীবনের নতুন মানুষ। কিছুদিন আগেও দেবচন্দ্রিমার সঙ্গে সায়ন্তর মালদ্বীপ বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আর অন্য দিকে, শ্রীমা-গৌরবের প্রেমপর্বের কথা তো কারওই অজানা নয়।
শ্রীমার প্রতিটা পোস্টে গৌরবের কমেন্ট চোখ এড়াতো না ভক্তদের। নিজেদের সম্পর্কের কথাও সকলের কাছে বিশেষভাবে জানিয়েছিলেন তাঁরা। বাকিটা কারও অজানা নয়। তাঁদের ব্রেক-আপের খবরেও বেশ কষ্ট পেয়েছিলেন ভক্তরা।
এই মূহূর্তে দেবচন্দ্রিমাকে দর্শকরা দেখছেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে। অন্য দিকে, শ্রীমাও ব্যস্ত টেলিফল্মের কাজে। মাঝে সায়ন্তর ইউটিউব ভিডিয়োতে দেখা গিয়েছে শ্রীমাকে। তাদের দু’জনের বন্ধুত্ব যে বেশ মজবুত, তা বেশ বোঝা যাচ্ছিল ভিডিয়োয়ে। আর তারপর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
এর মধ্যে বোন টিউমার অপারেশন করিয়ে বাড়ি ফিরেছেন গৌরব রায়চৌধুরি। আগেরবার যখন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন গৌরব, তখন নাকি বেশ অনেকবার খবর নেওয়ার চেষ্টা করেছিলেন শ্রীমা। কিন্তু গৌরবের তরফ থেকে কোনও উত্তর মেলেনি। মাঝে বেশ কিছু খবরও তৈরি হয়েছিল শ্রীমাকে নিয়ে, তবে তা সবই উড়িয়ে দেন অভিনেত্রী।
কিন্তু দেবচন্দ্রিমা-সায়ন্তর সম্পর্কের চিড়ের খবরে বেশ মনমরা তাঁদের ভক্তরা। মন খারাপ থাকলে মন ভাল করে দেওয়ার রসদ তাঁদের দিত এই ভিডিয়োগুলোই। এই ভাঙা-গড়া, মান-অভিমানের মাঝেই মানুষের মন কখন কাকে চায়, তা বলা বেজায় কঠিন।
আরও পড়ুন:যশ কলকাতার সবথেকে সুদর্শন নায়ক, কে করলেন এই প্রশংসা?
আরও পড়ুন:ঋষি কাপুরের জীবনের শেষ ছবি; একই রকমের জামা পরে সেখানে কী করছেন পরেশ রাওয়াল?