Pallavi Dey Death: অল্প দিনের খ্যাতির সৌজন্যে কেনা সম্ভব দামি ফ্ল্যাট-গাড়ি, প্রশ্ন তুলে দিল পল্লবীর অপমৃত্যু
Pallavi Dey Death: একজন উঠতি অভিনেতা বা অভিনেত্রী ধারাবাহিকে অভিনয় করে ঠিক কত রোজগার করেন, যে অল্প দিনেই বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি কিনে ফেলতে পারেন সহজেই?
বিগত তিনদিনে শিরোনামে একটাই নাম: পল্লবী দে। আর তাঁর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী, যাকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। আর চারিদিকে শুধুই প্রশ্নের ভিড়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী ঘটেছিল? সাগ্নিকের সঙ্গে কী নিয়ে অশান্তি হয়েছিল? সাগ্নিকের যদি তেমন কোনও রোজগার না থাকে তাহলে দামি গাড়ি, লক্ষ টাকার ফ্ল্যাট কী করে কিনেছিলেন পল্লবী এবং সাগ্নিক?
ধারাবাহিকে অভিনয় করে কি এত টাকা রোজগার করা যায়? এ কী সম্ভব? ঠিক কত টাকা মাসিক আয় হলে কোটি টাকার বিনিয়োগ করা সম্ভব। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, প্রায় ৮০ লক্ষ টাকা দিয়ে নিউটাউনে ফ্ল্যাট কিনেছিলেন পল্লবী-সাগ্নিক। তার মধ্যে ৫৭ লক্ষ টাকা দিয়েছিলেন পল্লবীর। তাছাড়া দামি অডি গাড়ি। ফি সপ্তাহে দামি রেস্তোরাঁতে খেতে যাওয়াও দস্তুর ছিল পল্লবী-সাগ্নিকের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সাগ্নিক এমন কিছু কাজ করতেন না যেখানে তিনি এমন বিলাসবহুল জীবন যাপন করতে পারেন। সেক্ষেত্রে পুরো ব্যয়ভারই বর্তায় পল্লবীর কাঁধে। তিন থেকে চার বছরের কেরিয়ারে এত কিছু আদৌ কি করা সম্ভব?
এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে পল্লবীর প্রাক্তন রুম-মেট এবং বান্ধবী প্রত্যুষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আসলে আমাদের পেশায় যাঁরা মেগা-সিরিয়ালে মুখ দেখান, তাঁরা প্রচুর মাচা শো করেন বাইরে। সেখানে নগদ লেনদেন হয়। আমি জানি না ঠিক এত কিছু করা সম্ভব কি না, কিন্তু কিছুটা তো সম্ভব অবশ্যই।”
কিন্তু একজন উঠতি অভিনেতা বা অভিনেত্রী ধারাবাহিকে অভিনয় করে ঠিক কত রোজগার করেন, যে অল্প দিনেই বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি কিনে ফেলতে পারেন সহজেই? একসঙ্গে এত বিনিয়োগ কীভাবে করা যায়? একটি স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে একজন মধ্যবিত্তের সারাজীবনের সঞ্চয় শেষ হয়ে যায়, সেখানে ঠিক কত টাকা পারিশ্রমিক পান সিরিয়াল অভিনেতারা? খোঁজ নিল TV9 বাংলা।