Kapil Sharma: কেবল কপিলের ডাকেই কেন সাড়া দেন কঙ্গনা? মুখ খুললেন খোদ শো সঞ্চালক
The Kapil Sharma: সম্প্রতি এক সাক্ষাৎকারে কাপিল শর্মাকে এই মর্মেই প্রশ্ন করা হয়, কেন কঙ্গনা বারবার তাঁর শো-কেই বেছে নিয়েছেন? কপিল শর্মা খানিক ভেবে জানান, এর সঠিক উত্তর তাঁর জানা না থাকলেও তিনি অনুমান করতে পারেন।
খুব একটা রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেন না অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিশেষ কোনও সাক্ষাৎকার কিংবা বিশেষ কোনও টক শো-তে এখন আর উপস্থিত হন না কঙ্গনা। তবে একটা সময় তাঁকে বহুবার দ্য কাপিল শর্মা শো-তে উপস্থিত হতে দেখা গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাপিল শর্মাকে এই মর্মেই প্রশ্ন করা হয়, কেন কঙ্গনা বারবার তাঁর শো-কেই বেছে নিয়েছেন? কপিল শর্মা খানিক ভেবে জানান, এর সঠিক উত্তর তাঁর জানা না থাকলেও তিনি অনুমান করতে পারেন। কপিলের কথায় যে কোনও স্টার যখন ছবির প্রচারে কোনও শোতে আসেন তখন তাঁকে সেই ছবির বিষয়ে গুটিকয়েক প্রশ্ন করে বাকি সময়টা অন্য বিষয়ে কথা বলা হয়।
কিন্তু দ্য কাপিল শর্মা শো-এর মঞ্চ পুরোটাই স্টারদের উদ্দেশ্যে উৎসরিত থাকে। তাঁরা নিজের ইচ্ছেমতো কথা বলতে পারেন, ছবি নিয়ে খোলা মনে আলোচনা করতে পারেন, এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে সেই ছবি সংক্রান্ত নানা অভিজ্ঞতা নানা ভাল মন্দ দিক তাঁরা নির্দ্বিধায় তুলে ধরতে পারেন। পাশাপাশি সহজ আড্ডা ইয়ার্কি মজাতে, সেলিব্রেটিরা অনেক বেশি সহজ বোধ করেন। কপিল-এর কথায় এই পরিবেশটা অন্যান্য টকশোতে খুব একটা দেওয়া হয় বলে তার জানা নেই। এই কারণেই ছবির প্রচারের ক্ষেত্রে অধিকাংশ স্টারই দ্য কাপিল শর্মা শো-কে পছন্দ করে থাকেন, সেই কারণেই হয়তো অতীতে কঙ্গনা রানাওয়াত এতবার কাপিল শর্মার ডাকে সাড়া দিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি তেজাস। যে ছবি বক্স অফিসের সেভাবে খুব একটা জায়গা করতে পারল না। একের পর এক ফ্লপ এখন কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে। এখন দেখার আগামী ছবি এমার্জেন্সি-তে কঙ্গনা রানাওয়াতের কাম ব্যাক নিশ্চিত করতে পারি কিনা।