Karan Kundra Wedding: আবারও বলিউডে সানাই, ‘নাগিন’কেই বিয়ে করে ঘরে তুলছেন করণ
Relationship: করণ-তেজস্বী বিয়ের পিঁড়িতে? কোন সুখবর সমানে এল...
বলিউডে একের পর এক বিয়ের সানাই। সদ্য কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে মেতে ছিলেন সকলেই। সেই ঘোর কাটতে না কাটতেই আরও এক বিয়ের খবর এল সিনেপাড়ায়। অভিনেতা করণ কুন্দ্রা ও নাগিন খ্যাত অভিনেত্রী তেজস্বী প্রকাশ এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে! তেমনই ইঙ্গিত দিলেন এবার অভিনেতা। জানালেন, এই মার্চেই সাত পাকে বাঁধা পড়তে পারেন তাঁরা। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তেজস্বী প্রকাশ। বেশ কয়েক বছর ধরে খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিচ্ছেন অভিনেতা তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা। করণের সঙ্গে তেজস্বী সম্পর্ক তৈরি হয় বিগ বসের ঘরে। রিয়ালিটি শো-তে অনেক সম্পর্কই রাতারাতি গজিয়ে উঠতে দেখা যায়। তবে তার মধ্যে এমন বেশ কিছু সম্পর্ক থাকে যা বাস্তবে আরও মজবুত ও আরও গভীর হয়ে ওঠে।
শেহনাজ গিল্ড ও সিদ্ধাথ শুক্লা ছিল তেমনি এক সম্পর্কের নিদর্শন। তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রাও সেই তালিকায় নাম লেখান। যদিও করণের আগে সম্পর্ক ভাঙার ফলে অনেকেই আস্থা হারিয়েছিলেন অভিনেতার উপর। প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন আনুষা দান্দেকার। তবে সে সব আজ অতীত। তেজস্বী সঙ্গে এক প্রকার এখন চুটিয়ে প্রেম করছেন কারণ।
দুই পরিবারের তরফ থেকেই কোন আপত্তির খবর সামনে আসেনি। যদি প্রথম প্রথম তেজস্বী পরিবার করণ কুন্দ্রাকে নিয়ে খানিকটা সন্দেহ প্রকাশ করলেও বর্তমানে তা স্বাভাবিক। একপ্রকার লিভ ইন সম্পর্কেই আছেন তাঁরা। কয়েকমাস আগেই দুবাইতে ফ্ল্যাট কিনতে দেখা যায় তাঁদের।
View this post on Instagram
এই খবর সামনে আসাতেই উঠেছিল প্রশ্ন, তবে কি এবার বাজতে চলেছে বিয়ের সানাই। একাধিকবার সাক্ষাৎকারে করণ কুন্দ্রাকে বলতে শোনা যায় তিনি বিয়ের জন্য রাজি। যদিও তেজস্বীকে এই বিষয়ে খুব একটা স্পষ্ট মন্তব্য করতে দেখা যায় না। একবার তেজস্বী এই প্রসঙ্গে তার মন্তব্য জানিয়ে রীতিমত চমকে দিয়েছিলেন করণ কুন্দ্রাকে। জানিয়েছিলেন তিনি বিয়ে বিষয়টাতেই তেমনভাবে বিশ্বাসী নন, তবে সম্পর্কে তিনি আস্থা রাখেন। ফলে এই জুটি এভাবেই থাকবে নাকি শীঘ্রই চার হাত এক হতে চলেছে তার কোন স্পষ্ট উত্তর মেলেনি এখনও।