Bollywood Controversy: একই শো-তে টিভি স্টার আর সিনেমার স্টারের পারিশ্রমিকে কতটা ফারাক, হিসেব দেখিয়ে বিস্ফোরক করণ
Karan Kundra: একই শো-তে যদি একজন টেলিভিশন স্টার ও একজন সিনেমার স্টার আলাদা আলাদা পারিশ্রমিক পায় তবে তা মোটেও কাম্য নয়।
বর্তমানে একাধিক শো-তে স্পেশাল উপস্থিতিতে দেখা মেলে নানা সিনেদুনিয়ার সেলেবদের। টিআরপি-র তালিকাতে নিজেদের জায়গা পাকা করতেই বিভিন্ন টেলিভিশন সংস্থা বিভিন্ন সেলেবকে নিয়ে আসেন গেস্ট লিস্টে। তবে কোথাও গিয়ে যেন সেই উপস্থিতির জেরে যে পারিশ্রমিক তাঁরা পেয়ে থাকেন, তা নিয়ে ক্ষোভ জন্মেছে টেলিভিশন স্টার করণ কুন্দ্রা মতে। না, ঠিক ক্ষোভ বলা চলে না। তাঁর যুক্তিতে একই পরিশ্রমে পারিশ্রমিক কেন আলাদা! আর এর জেরেই কোথাও গিয়ে যেন বেশ কিছুটা পিছিয়ে পড়ছে টেলিভিশন স্টারেরা। এবার এমনই মন্তব্য করলেন করণ কুন্দ্রা।
রিয়ালিটি শো থেকে শুরু করে টেলিভিশনের পর্দায়, নানা ক্ষেত্রে নিজের অভিনয়ের দাপট প্রমাণ করে করণ কুন্দ্রা এখন ভক্তদের কাছে এক পরিচিত নাম। তিনি প্রতিটা পদে পদে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ও যুক্ত রেখেছেন টেলিভিশনের সঙ্গে, তা নিঃসন্দেহে বেশ চ্যালেঞ্জের। তবে করণ কুন্দ্রা এবার কাজ নিয়ে নয়, বরং কাজের পরিবর্তে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করে বসলেন। তাঁর কথায়, একই শো-তে যদি একজন টেলিভিশন স্টার ও একজন সিনেমার স্টার আলাদা আলাদা পারিশ্রমিক পায় তবে তা মোটেও কাম্য নয়।
View this post on Instagram
করণের কথায় একজন টিভি স্টার একজন সিনেমার স্টারের থেকে ৭৫ শতাংশ কম পারিশ্রমিক পেয়ে থাকেন। তাঁরা কোটিতে কামান, কিন্তু টিভি স্টারেরা লাখেই আটকে থাকেন, এবং সংখ্যাটা নেহাতই কম। তবে বর্তমানে যে রিয়ালিটি শো-তে তিনি যুক্ত রয়েছেন, সেখানে উপস্থিত রয়েছেন নীতু কাপুরও। কিন্তু তাঁর পারিশ্রমিকের সমতুল্য তিনি কখনই চান না, তবে সদ্য স্টার হওয়া সেলেবদের নিয়ে আসা হয় যে পারিশ্রমিকে তার সঙ্গেও তাঁদের থেকে যায় বিস্তর ফারাক। বর্তমানে সম্পর্ক থেকে শুরু করে টিভি শো, সব ক্ষেত্রেই লাইম লাইটে রয়েছেন করণ কুন্দ্রা। তেজস্বীর সঙ্গে নিত্য তিনি পাপরাজিৎদের ফ্রেমে বন্দী। এবার তিনিই সরব হলেন পারিশ্রমিকের ফারাক নিয়ে, যা আবারও তাঁকে জায়গা করে দিল খবরের শিরোনামে।
আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড
আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা