Kavita Kaushik: মাধুরীর ছেলের পর ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করলেন কবিতাও
প্রসঙ্গত, শুধু কবিতা নন, এই সপ্তাহের প্রথম দিকে ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করেছিলেন মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ানও।
সদ্য পার হয়েছে জাতীয় ক্যানসার সচেতনতা দিবস। সেই উপলক্ষে সাধারণ থেকে নেটিজেন ক্যানসার আক্রান্তদের জন্য তাঁদের চুল দান করেছেন। এবার সেই দলে নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিক। ইনস্টাগ্রামে চুল কেটে নিউ লুকের ছবিও শেয়ার করেছেন কবিতা।
বেশ লম্বাই চুল ছিল তাঁর। কিন্তু ক্যানসার আক্রান্তদের পরচুলা বানানোর উদ্দেশে তা এখন শর্ট বব। নতুন লুকের যে ছবি কবিতা শেয়ার করেছেন তা তাঁর চিরাচরিত লুকের থেকে অনেকটাই আলদা। সাম্প্রতিক ফোটোশুটের ছবি শেয়ার করে কবিতা লিখেছেন, “এই নতুন মেয়েটি কে? আমি ঠিক জানি না কিন্তু সে বেশ দুষ্টু।” তাঁর নতুন লুক ভাল লেগেছে নেটিজেনদের। তাঁরা করেছেন প্রশংসা। শুধু যে নেটিজেনদের ভাল লেগেছে এমনটা নয়। ইনস্টাগ্রামের মন্তব্য বক্সে কমেন্ট করেছেন টিস্কা চোপড়া থেকে শুরু করে একাধিক সেলেবও। টিস্কা লিখেছেন, ‘এমনটা আবার কবে হল’? কমেডিয়ান ভারতী সিংও প্রশংসা করেছেন টিস্কার এই নতুন লুক।
View this post on Instagram
প্রসঙ্গত, শুধু কবিতা নন, এই সপ্তাহের প্রথম দিকে ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করেছিলেন মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ানও। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মাধুরী লিখেছিলেন, “সব হিরোরা টুপি পরে না। আমার হিরো পরেছে। জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে আমি সবাইকে জানাতে চাইছি, যাঁদের কেমো নিতে গিয়ে চুল পরে গিয়েছে তাঁদের দেখে রায়ানের বুক কষ্টে ফেটে যেত। সেই কারণেই বিগত বেশ কিছু বছর ধরে তাঁদের চুল দান করবে বলে ও ঠিক করে। বাবা-মা হিসেবে ওর এই সিদ্ধান্তের আমরা শিহরিত হয়ে উঠেছিলাম।”
ছোট পর্দা ও বড় পর্দা– দুই ক্ষেত্রেই কাজ করেছেন কবিতা। এফআইআর, ডক্টর ভানুমতিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও ‘এক হাসিনা থি’, ‘মুম্বই কাটিং’য়ে অভিনয় করেছেন তিনি। দেখা গিয়েছে, ‘ঝলক দিখলা যা’ ও ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শো-তেও।