Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiku Sharda: দু’মাসের ব্যবধানে জীবন ছারখার! বাবা-মাকে হারিয়ে ‘অনাথ’ কিকু

Kiku Sharda: গত জুলাই মাসে মা'কে হারান কিকু। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ছিলেন তিনি। এর দু' মাসের মধ্যেই মারা যান তাঁর বাবা। কী করে এরকমটা হতে পরে তা ভাবতেই পারেননি এই কমেডিয়ান।

Kiku Sharda: দু'মাসের ব্যবধানে জীবন ছারখার! বাবা-মাকে হারিয়ে 'অনাথ' কিকু
দু'মাসের ব্যবধানে জীবন ছারখার!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 3:02 PM

পর্দায় যিনি সকলকে হাসান, আজ তাঁর চোখেই জল! কিকু শারদাকে কে না চেনেন? তাঁর হাস্যরসের ভক্ত গোটা বিশ্ব জুড়েই। কয়েক মাস আগেও তাঁর জীবনের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যে দুই মানুষ, আজ তাঁরাই নেই কিকুর সঙ্গে। মাত্র কয়েক মাস আগেও তাঁর জীবন ছিল আনন্দে ভরা। মাথার উপর দুই স্তম্ভ, তাঁর বাবা-মা আগলে রেখেছিলেন তাঁকে।

গত জুলাই মাসে মা’কে হারান কিকু। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ছিলেন তিনি। এর দু’ মাসের মধ্যেই মারা যান তাঁর বাবা। কী করে এরকমটা হতে পরে তা ভাবতেই পারেননি এই কমেডিয়ান। বাবা-মাকে হারিয়ে ইনস্টাগ্রামে তিনি লেখেন, “মা তোমাকে খুব মনে পড়ছে। তোমাকে ছাড়া এ জীবন অসম্পূর্ণ। এখন আমার শো নিয়ে ফিডব্যাক কে দেবে? কে বলবে কোথায় ভুল হচ্ছে? আমার সমস্ত সাফল্যে কে খুশি হবে? কেবিসির এপিসোড দেখে কে ফোন করে বলবে, যে অমিতাভ বচ্চন আজকে খুব মজা করেছেন? অনেক কিছু বলার ছিল মা, অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল। আর কবে করবো? বাবাকে নিয়েও আবেগঘন কিকু। তিনি লেখেন,”বাবা তোমাকে সারা জীবন এতো শক্ত থাকতে দেখেছি, এতটা আত্মবিশ্বাসী দেখেছি, দেখেছি জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে। তুমি কখনও নেতিবাচক কিছু বুঝতে দাওনি। অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু অনেক কিছু জানার বাকিও ছিল।”

কিকুকে ঐ পোস্টে সমবেদনা জানিয়েছেন তার সহকর্মীরাও। এই কঠিন সময় তিনি দ্রুত কাটিয়ে উঠুন, শক্ত হন এমনটাই প্রার্থনা করছেন সকলে। প্রসঙ্গত জুলাই মাসে যখন কিকুর মা মারা যান সে সময় কপিল শর্মার সঙ্গে বিদেশের টুরে ছিলেন কমেডিয়ান। হঠাৎ করেই খবরটা আসে। কপিল জানিয়েছিলেন, শোর মাঝে ভেঙে পড়েন কিকু। যদিও শো ছেড়ে বেরিয়ে আসেননি তিনি। ওই অবস্থাতেই চালিয়ে গিয়েছেন — এই কথা জানার পর তাকে কুর্নিশ জানিয়েছিলেন নেটিজেনরা। আপাতত তিনি শোক কাটিয়ে ভাল থাকুন, এমনটাই চাইছেন সকলে।

View this post on Instagram

A post shared by Kiku Sharda (@kikusharda)