AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trina Neel: মুখ্যমন্ত্রীর কাছ থেকে কী কী পুজোর উপহার পেলেন নীল-তৃণা?

Trina Neel: তৃণা লিখেছেন, ‘পুজোর প্রথম উপহার সব সময়ই স্পেশ্যাল। আর যখন তা দিদি নিজে পাঠান তা আরও স্পেশ্যাল হয়ে যায়। অনেক ধন্যবাদ দিদি...।’

Trina Neel: মুখ্যমন্ত্রীর কাছ থেকে কী কী পুজোর উপহার পেলেন নীল-তৃণা?
মুখ্যমন্ত্রীর সঙ্গে নীল-তৃণা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 11:03 PM
Share

পুজো আসছে। দুর্গাপুজো। কী ভাবে বুঝবেন? একটু একটু করে বদলাবে রোদ্দুরের রং। ভোরের দিকে হালকা ঠাণ্ডার অনুভূতি। কুমোর পাড়ায় বাড়বে ব্যস্ততা। আর ফাইনাল বেল পড়বে মহালয়ার ভোরে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়। তবে দুর্গাকে ঘিরে আলাদা উৎসাহ থাকেই। দুর্গার সাজ-পোশাক নিয়ে জল্পনা চলতেই থাকে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে উপহারের প্রসঙ্গও। উপহার আদান-প্রদান চলে প্রিয়জনেদের মধ্যে। ছোট থেকেই এই অভ্যেসে অভ্যস্ত বাঙালি। পুজোয় কটা জামা হল, কর গুনে সেই হিসেবে রাখার ছোটবেলা হয়তো এখন পেরিয়ে এসেছেন। ষষ্ঠী থেকে দশমী, কোন দিন কোন পোশাক পরবেন সেই প্ল্যান এখন আর আগের মতো উত্তেজনা নিয়ে হয়তো তৈরি করেন না। কিন্তু উপহার পেতে কার না ভাল লাগে বলুন? আর সে উপহার যদি পাঠান খোদ মুখ্যমন্ত্রী, তা হলে তো সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়াই শ্রেয়। ঠিক যেমন অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য।

সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপহার পেলেন নীলতৃণা। বিশ্ব বাংলা থেকে নীলের জন্য একটি সাদা পাঞ্জাবি এবং তৃণার জন্য একটি গাঢ় নীল রঙের শাড়ি পুজোর উপহার হিসেবে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। দিদিকে ধন্যবাদ দিয়ে সেই উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন দম্পতি।

Trina-Neel-post

নীল-তৃণার ইনস্টাগ্রাম পোস্ট থেকে নেওয়া স্ক্রিনশট।

তৃণা লিখেছেন, ‘পুজোর প্রথম উপহার সব সময়ই স্পেশ্যাল। আর যখন তা দিদি নিজে পাঠান তা আরও স্পেশ্যাল হয়ে যায়। অনেক ধন্যবাদ দিদি…।’ নীল লিখেছেন, ‘আমাদের পুজো এতটা স্পেশ্যাল করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদি।’

এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার অভিনয় দেখছেন দর্শক। কিছুদিন আগেই এক বছর পূর্ণ করল এই ধারাবাহিক। টেলিভিশন বহু নতুন জুটির জন্ম দেয়। কৌশিক, তৃণার জুটিও ঠিক তেমন। এই প্রথম একসঙ্গে কাজ করলেন তাঁরা। সোশ্যাল ওয়ালেও তুমুল জনপ্রিয় এই জুটি। ফ্যান পেজ তৈরি হওয়া বা অনুরাগীদের নিয়মিত আপডেট থেকেও বোঝা যায় দুই শিল্পীর পারফরম্যান্স কতটা পছন্দ হচ্ছে তাঁদের। দর্শকের বড় অংশ মনে করেন, একান্নবর্তী পরিবার এখন হাতে গোনা। কোথাও যেন তাই এই ধারাবাহিক দর্শকের কাছে ফেলে আসা স্মৃতির সন্ধান দেয়। পারিবারিক গল্পে চিত্রনাট্য সাজানো হয়েছে। এখন আর এই ধরনের পরিবার বাস্তবে দেখা যায় না। কিন্তু এক সময় ছিল। তাই হয়তো নিজেদের অপূর্ণতা টেলি পর্দায় দেখে স্বাদ মেটান দর্শক।

এই এক বছরের মধ্যে তৃণার ব্যক্তি জীবনেও পরিবর্তন এসেছে। দীর্ঘদিন প্রেম করার পর অভিনেতা নীল ভট্টাচার্যকে বিয়ে করেছেন তিনি। রিয়েল লাইফে বিয়ের পরও কিন্তু রিল লাইফে গুনগুন হিসেবে তাঁর জনপ্রিয়তায় এতটুকু চিড় ধরেনি। সদ্য বৈবাহিক জীবনের ছমাস পেরিয়ে গেলেন নীল-তৃণা। তার সেলিব্রেশনে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন দম্পতি। সঙ্গে ছিলেন বন্ধুরা। বিয়ের পরে উত্তরবঙ্গ সফরেও তাঁদের সঙ্গে বন্ধুরাই ছিলেন। গোয়া ট্রিপের জন্য ধারাবাহিক থেকে দিন কয়েকের ছুটি নিয়েছিলেন তাঁরা। তবে সেলিব্রেশনের এখানেই শেষ নয়। গোয়া থেকে ফিরে পরিবারে নতুন সদস্যকে স্বাগতও জানিয়েছেন নীল-তৃণা। অর্থাৎ নতুন গাড়ি কিনেছেন তাঁরা। জীবনের বেশ কিছু বিশেষ মুহূর্ত সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সব ক্ষেত্রেই অনুরাগীদের ভালবাসা, শুভেচ্ছা তাঁদের সঙ্গী। নীলের অভিনয় গত তিন বছরের বেশি সময় ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে দেখছেন দর্শক। ‘উমা’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দেখা যাবে।

আরও পড়ুন, গণেশ চতুর্থীর আগে ফের সুখবর দিলেন শ্রেয়া ঘোষাল