ইন্ডিয়ান আইডল-এ আর ফিরতে চান না মিনি, কারণ জানালেন প্রকাশ্যেই

ইন্ডিয়ান আইডল-এর চলতি সিজন এখন বিতর্কের জেরে শিরোনামে রয়েছে। সে কারণেই কি আর এই শোয়ের সঙ্গে নিজের নাম জড়াতে চান না মিনি? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

ইন্ডিয়ান আইডল-এ আর ফিরতে চান না মিনি, কারণ জানালেন প্রকাশ্যেই
মিনি মাথুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2021 | 4:53 PM

মিনি মাথুর। হিন্দি টেলিভিশনের বিভিন্ন রিয়ালিটি শোয়ের সঞ্চালিকা হিসেবে পরিচিত নাম। ইন্ডিয়ান আইডলের মঞ্চেও সঞ্চালনা করেছেন মিনি। চলতি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন আদিত্য নারায়ণ। মিনি আর কখনও ইন্ডিয়ান আইডলে সঞ্চালক হিসেবে ফিরতে চান না। এ কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন।

ইন্ডিয়ান আইডল-এর চলতি সিজন এখন বিতর্কের জেরে শিরোনামে রয়েছে। সে কারণেই কি আর এই শোয়ের সঙ্গে নিজের নাম জড়াতে চান না মিনি? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

সদ্য ইনস্টাগ্রামে এক অনুরাগী মিনিকে প্রশ্ন করেন, ‘সুযোগ পেলে ইন্ডিয়ান আইডলে উপস্থাপনা করবেন?’ মিনি স্পষ্ট বলেন, ‘ইন্ডিয়ান আইডলের জন্ম দিয়েছি। বড় করে দিয়েছি। এ বার উড়তে দেওয়ার সময়। আর দেখাশোনা করতে পারব না।’

ইন্ডিয়ান আইডলের জন্মলগ্ন থেকে এই শোয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন মিনি। ফলে এই শো তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের। যখন ইন্ডিয়ান আইডল শুরু হয়, তখন এই ধরনের শো কীভাবে হতে পারে, তা নিয়ে কারও কোনও ধারণা ছিল না বলে জানিয়েছিলেন তিনি। সেখান থেকে সাফল্যের পথে তাঁরও অবদান রয়েছে। মিনি আরও জানান, প্রতিযোগীদের মধ্যে অনেকের বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের কাহিনি তাঁকেও উদ্ধুদ্ধ করেছিল। কিন্তু বর্তমান বিতর্ক নিয়ে তিনি মুখ খোলেননি। তাঁর এই শোয়ে আর না ফেরার সিদ্ধান্তের কারণও স্পষ্ট করেননি মিনি।

আরও পড়ুন, টেকনিশিয়ানরা যে কত ভাল কাজ করেন, বাড়ি থেকে শুটিং করে বুঝেছি, বললেন সৌরভ চট্টোপাধ্যায়