Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood TRP: ‘মিঠাই’য়ের ঘাড়ে নিঃশ্বাস ‘খুকুমণীর’, আর এগলেই উল্টতে পারে এতদিনের হিসেব!

বিগত বেশ কিছু মাস ধরে রীতিমতো রাজত্ব চালানো ধারাবাহিক 'মিঠাই'য়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সদ্য প্রতিযোগিতায় নামা ধারাবাহিক 'খুকুমণী হোম ডেলিভারি'।

Tollywood TRP: 'মিঠাই'য়ের ঘাড়ে নিঃশ্বাস 'খুকুমণীর', আর এগলেই উল্টতে পারে এতদিনের হিসেব!
'মিঠাই'য়ের ঘাড়ে নিঃশ্বাস 'খুকুমণীর'...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2022 | 8:46 PM

একটি ধারাবাহিক আর তাতেই যেন হিসেবে রাতারাতি উল্টে যেতে চলেছে টিআরপি’র। বিগত বেশ কিছু মাস ধরে রীতিমতো রাজত্ব চালানো ধারাবাহিক ‘মিঠাই’য়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সদ্য প্রতিযোগিতায় নামা ধারাবাহিক ‘খুকুমণী হোম ডেলিভারি’। টিআরপি নিরিখে এই সপ্তাহেও মিঠাই এগিয়ে থাকলেও খুকুমণীর রকমারি পদ নিয়ে বেজায় চিন্তায় ‘মিষ্টি প্রেমীরা’।

গত সপ্তাহের মতো এ সপ্তাহতেও মিঠাই পেয়েছে ১১ পয়েন্ট। অন্যদিকে .৮ নম্বর পিছিয়ে খুকুমণীর ঝুলিতে এই মুহূর্তে প্রাপ্ত নম্বর ১০.২। অন্যদিকে স্টার জলসার সবচেয়ে নতুন ধারাবাহিক গাঁটছড়ার নম্বর কমেছে বেশ খানিকটা। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৪। আগের সপ্তাহে ছিল ৮.৯। বেশ কিছুটা নম্বর বেড়েছে খেলাঘরেরও। ৭.৬ থেকে এই মুহূর্তে ও ধারাবাহিক ৮.৯-এ। অন্যদিকে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক সর্বজয়ার নম্বর কমেছে বেশ খানিকটা। ওই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৭.৮ যা আগের সপ্তাহে ছিল ৮.৫। নম্বর বেড়েছে ‘উমা’র। ৮.৯ থেকে তাঁর পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৯.৩। একপেশে খেলা আর নয়। নতুন বছরে প্রতিপক্ষ দুই চ্যানেলেই লড়াই জমেছে হাড্ডাহাড্ডি। সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর তরজা। মিঠাই না খুকুমণী– কার পাল্লা ভারী সে প্রমাণে রীতিমতো কমেন্টযুদ্ধ চলছে ভক্তদের।

প্রথম সপ্তাহ থেকেই টিআরপি’র খাতা বেশি নম্বর নিয়েই খুলেছিল খুকুমণীর। এখনও পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সে সময় ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “আমি খুব ভাগ্যবান, টাচউড, দর্শকদের ভালবাসা আর ভগবানের আশীর্বাদে এখনও পর্যন্ত কোনও ধারাবাহিকেই ফ্লপের তকমা মেলেনি। দেবী চৌধুরানীতে চ্যানেল টপার হয়েছিলাম। ভাগ্যলক্ষ্মী সেভাবে হিট না হলেও ফ্লপ হয়নি আর এই ধারাবাহিকেও প্রথম থেকেই এত ভালবাসা পাচ্ছি যে নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে।” ‘লাকি চার্ম’ তিনি কতদিন ধরে রাখতে পারেন আপাতত সে দিকেই তাকিয়ে খুকুমণীর ভক্তরা।

আরও পড়ুন-  Farhan Akhtar: বাকি মাত্র দুই মাস, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ফারহান আখতার?