AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২২ দিনের যুদ্ধে জয়ী হয়ে অবশেষে বাড়ি ফিরলেন মনামীর মা

বিগত বেশ কিছু সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় খানিক নিষ্ক্রিয় ছিলেন অভিনেত্রী। তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল, যে মনামী ইনস্টাগ্রামে ভীষণই সক্রিয় সেই মনামীর তরফে কোনও পোস্ট নেই কেন?

২২ দিনের যুদ্ধে জয়ী হয়ে অবশেষে বাড়ি ফিরলেন মনামীর মা
মায়ের সঙ্গে মনামী
| Edited By: | Updated on: Jun 06, 2021 | 1:10 PM
Share

কোভিডের সঙ্গে ২২ দিনের যুদ্ধ। আইসিইউর বাইরে দাঁড়িয়ে মনামীর কেটেছে বিনিদ্র রজনী। অবশেষে যুদ্ধে জয়লাভ করলেন অভিনেত্রী মনামী ঘোষের মা। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। আপাতত ভাল আছেন।

বিগত বেশ কিছু সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় খানিক নিষ্ক্রিয় ছিলেন অভিনেত্রী। তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল, যে মনামী ইনস্টাগ্রামে ভীষণই সক্রিয় সেই মনামীর তরফে কোনও পোস্ট নেই কেন? কমেন্ট বক্সে ভিড় করছিল একের পর এক প্রশ্নও। মনামী উত্তর দেননি। আসেনি কোনও পোস্টও। অবশেষে দিন কয়েক আগে দীর্ঘ নীরবতা ভাঙেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেন তাঁর আসন্ন সিরিজের পোস্টার। কিন্তু নিষ্ক্রিয় থাকার কারণ জানা যায়নি তখনও।

View this post on Instagram

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

অবশেষে রবিবার রাতে মনামী ইনস্টা পোস্টের মাধ্যমে লেখেন, “হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে সক্রিয় ছিলাম না কয়েক সপ্তাহ ধরে। আমার মা কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আমার জন্য সময়টা একবারেই ভাল ছিল না। ২২ দিনের যুদ্ধের পর মা এখন ভাল আছে। বাড়িও ফিরে এসেছে।” চিন্তার মেঘ কেটেছে অনুরাগী মহলে। মনামীকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

আরও পড়ুন- নুসরতের মা হওয়ার খবরের পর নিখিলের নয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়

View this post on Instagram

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

ওটিটিত্র হাতে খড়ি হয়েছে মনামীর। ‘হইচই’ প্রযোজিত নতুন সিরিজটির নাম ‘মৌচাক’। সিরিজে মনামীর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে সদ্য। পোস্টারে লেখা ‘মৌ বউদি আসছে’। গোলাপি শাড়ি। তুঁতে রঙ্গের ব্লাউজ। কোমরে চাবির গাছা। হাতে রয়েছে শাঁখা-পলা চুড়ি…ফার্স্ট লুকেই কাত তাঁর ভক্তমহল।