ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর এক মেয়ে আসছে ‘উমা’র হাত ধরে
Bengali Television: বাংলা টেলিভিশনে মূলত মহিলা নির্ভর গল্প দেখানো হয়। তেমনটাই নাকি পছন্দ করেন দর্শক। ‘উমা’ও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়।
‘উমা’ আসছে। হ্যাঁ, পুজো তো আসছেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বছরে একবারই উমা বাপের বাড়ি আসেন। তবে এই উমা তিনি নন। আবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবির চরিত্রও নন। তাহলে এই নতুন ‘উমা’ কে?
এই ‘উমা’কে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। এই মেয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। আসন্ন ধারাবাহিকের গল্প এ ভাবেই ভেবেছেন নির্মাতারা। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শিঞ্জিনি চক্রবর্তী।
জি বাংলায় দেখা যাবে এই ধারাবাহিক। সংশ্লিষ্ট চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে ইতিমধ্যেই প্রোমো দেখেছেন দর্শক। একদল মহিলা ক্রিকেটার ট্রেনে করে কোথাও যাচ্ছেন। সেখানে এই উমার প্রবেশ। উমার বিপরীতে কে থাকবেন, তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, অত্যন্ত জনপ্রিয় কোনও অভিনেতাকে কাস্ট করা হয়েছে।
শিঞ্জিনি এর আগে মডেলিং করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনের মুখ তিনি। তবে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় এই প্রথম। তিনি ছাড়াও জুঁই সরকার, সোহিনী বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।
বাংলা টেলিভিশনে মূলত মহিলা নির্ভর গল্প দেখানো হয়। তেমনটাই নাকি পছন্দ করেন দর্শক। ‘উমা’ও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। এর আগে ফুটবল প্রেমী এক মেয়ের গল্প জয়ীতে দেখেছিলেন দর্শক। এ বারের বিষয় ক্রিকেট। বহু মহিলা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন। হয়তো উমার সঙ্গে মিল খুঁজে পাবেন তারা। আর ক্রিকেট এখন ঘরে ঘরে জনপ্রিয়। মহিলা, পুরুষ নির্বিশেষে সকলেই দর্শক। ফলে এই ধারাবাহিকে ক্রিকেটের গল্প জনপ্রিয় হবে, এমনটাই মনে করছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন, ‘মাসাবাকে বলেছিলাম, তোমার বাবা ফ্যামিলি ম্যান নন’, বিস্ফোরক নীনা