Om-Mimi Relation: প্রকাশ্যে স্ত্রী মিমিকে ট্রোল করলেন ওম, বেডরুমের রহস্যের পর্দা ফাঁস

Tollywood Jodi: মিমি প্রথমেই জানিয়ে দেন যে ওম এসেছেই তাঁকে ট্রোল করতে। স্ত্রীর কথায় সায় দিয়ে ওম জানান, মিমিকে নিয়ে তাঁর একটাই অভিযোগ, বেডরুমের কোন রহস্য ফাঁস করেন তিনি? 

Om-Mimi Relation: প্রকাশ্যে স্ত্রী মিমিকে ট্রোল করলেন ওম, বেডরুমের রহস্যের পর্দা ফাঁস
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2023 | 7:33 AM

অভিনেত্রী মিমি দত্ত ও ওম সাহানির মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ মজার। প্রকাশ্যে তাঁদের খুনসুটির সকলের নজর কাড়ে। তাঁদের প্রেমপর্ব থেকে শুরু করে বিয়ে, সবটাই বেশ রঙিন। তবে সংসার জীবনে ঠিক কী-কী সমস্যার সম্মুখীন হচ্ছেন ওম মিমিকে নিয়ে তাও থাকল না গোপনে। নিজেই স্ত্রীর গোপন তথ্য ফাঁস করেন ওম। জি বাংলার রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসে এমনই এক মজার আড্ডায় মেতেছিলেন ওম ও মিমি। তাঁদের গল্পে উঠে এসেছিল ওমের মনে জমে থাকা একাধিক অভিযোগ। শো-এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে মিমি প্রথমেই জানিয়ে দেন যে ওম এসেছেই তাঁকে ট্রোল করতে। স্ত্রীর কথায় সায় দিয়ে ওম জানান, মিমিকে নিয়ে তাঁর একটাই অভিযোগ, বেডরুমের কোন রহস্য ফাঁস করেন তিনি?

মিমি সকালে ঘুম থেকে উঠতে পারেন না। তবে কল টাইম যাতে মিস না হয়ে যায়, তাই সকলকে ব্যস্ত করে ছাড়েন। ওমের কথায়, প্রথমে নিজের পরিবারকে জানাবে সঠিক সময় ফোন করে ঘুম থেকে তুলতে। তবে সেটা নিজেকে নয়, ওমকে। এরপর ওমের পরিবারকেও একই অনুরোধ করবেন। নিজের ফোনে অ্যালার্ম দেবেন, পাশাপাশি ওমের ফোনে অ্যালার্ম দেবেন। আর এই সমস্তটা ওমের ওপর ছেড়ে দেন মিমি। তাঁকে ঘুম থেকে তোলা এক কথায় দক্ষযজ্ঞ।

ওম জানান, তিনি প্রতিদিন বারে বারে তিনটি সময় জানতে চান মিমির থেকে, তাঁর কল টাইম কটায়, তাঁকে ডাকতে হবে কটায়, আর তিনি উঠবেন কটায়? এই তিন প্রশ্নের মাঝে ওমের ঘুমের যে কী অবস্থা হয়, তা আর বলার অপেক্ষা রাখে না। মিমির কাণ্ড শুনে এক কথায় অবাক রচনা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসই করতে পারছিলেন না এও সম্ভব। যদিও বিষয়টাতে বিন্দুমাত্র বিরোক্ত নন ওম। হাসি মুখেই স্ত্রীর কাণ্ড সকলের সঙ্গে শেয়ার করেন তিনি।