Bengali Serial: সোনামণি নয়, প্রেমের ধারাবাহিকে কার নায়ক হয়ে ফিরছেন প্রতীক?

Bengali Serial: প্রসঙ্গত, একদিকে যেমন কাজ অন্যদিকে তেমন লিড এই নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নয়।

Bengali Serial: সোনামণি নয়, প্রেমের ধারাবাহিকে কার নায়ক হয়ে ফিরছেন প্রতীক?
প্রেমের ধারাবাহিকে কার নায়ক হয়ে ফিরছেন প্রতীক?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 4:02 PM

উৎসা হাজরা:  বৈশাখে প্রেমের জোয়ার। টিভিনাইন বাংলা আপনাকে এক্সক্লুসিভলি জানাচ্ছে, আবারও এক নতুন জুটিকে নিয়ে হাজির হচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। সোনামণি নয়, দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গেই প্রথমবার জুটি বাঁধছেন প্রতীক সেন। আনকোরা এই জুটিকে দেখা যাবে প্রেমের ধারাবাহিকে। নাম ‘কী লিখি তোমায়’। সূত্র বলছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শুট। আগামী মাসেই শুটিং শুরু হওয়ার কথা।

এর আগে অ্যাক্রোপলিস এন্টারটেন্টমেন্ট প্রযোজিত ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। শোনা গিয়েছিল স্টার জলসার আর এক ধারাবাহিক গোধূলি আলাপেও নাকি দেখা যেতে পারে তাঁকে। যদিও বাস্তবে তা হয়নি। অন্যদিকে সদ্য শেষ হয়ে মোহর। কার্যত বিরতি না কাটিয়েই আবারও ধারাবাহিকেই ফিরতে চলেছেন প্রতীক। সূত্র বলছে চমক আছে আরও। ধারাবাহিকে দেখা যাবে ঐন্দ্রিলা বসুকেও। প্রতীকের বোনের চরিত্রে অভিনয় করবেন তিনি। গল্পে দাদা আর বোনের কেমিস্ট্রিও দেখা যাবে পুরোদমে। এর আগে বহুবার নতুন জুটিকে হাজির করেছে ওই প্রযোজনা সংস্থা। এবারেও ওই একই পথে হাঁটতে চলেছেন তাঁরা।

প্রসঙ্গত, একদিকে যেমন কাজ অন্যদিকে তেমন লিড এই নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নয়। ‘মোহর’ ওরফে সোনামণির সঙ্গে প্রতীক সেনের প্রেমের কিসসা বহুলচর্চিত। যদিও তাঁরা মুখে কিছু স্বীকার করেননি কোনওদিন। অন্যদিকে সায়ন্তের সঙ্গে ব্রেকআপের পর দেবচন্দ্রিমার নাম জড়িয়েছে রেজওয়ান রব্বানির সঙ্গে। যদিও তাঁরাও জানিয়েছেন, বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই তাঁদের সম্পর্কে। এ তো গেল ব্যক্তিগত জীবনের কথা। আর পর্দায় প্রতীক-দেবচন্দ্রিমার এই নতুন জুটি? কতটা হিট হয় তা দেখতেই মুখিয়ে দর্শক।

আরও পড়ুন- Prabhat Roy’s Wife: শেষের দিনগুলো কেটেছে চরম কষ্টে, প্রয়াত পরিচালক প্রভাত রায়ের স্ত্রী