AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood shooting: কাটল জট, বুধবার থেকে টলিপাড়ায় শুরু নতুন ধারাবাহিকেরও শুটিং

প্রসঙ্গত, ফেডারেশন-প্রোডিউসারস গিল্ড তর্জায় বিগত এক মাস ধরেই উত্তাল টলিপাড়া। গত বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রতিনিধিত্বে প্রোডিউসারস গিল্ড, আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের এক সম্মিলিত বৈঠক হয়।

Tollywood shooting: কাটল জট, বুধবার থেকে টলিপাড়ায় শুরু নতুন ধারাবাহিকেরও শুটিং
মন ফাগুন ধারাবাহিকে শন এবং সৃজলা
| Edited By: | Updated on: Jun 29, 2021 | 8:02 PM
Share

অবশেষে কাটল জট। বুধবার থেকে শুরু হতে চলেছে টলিপাড়ার নতুন ধারাবাহিকের শুটিংও। মঙ্গলবার বিকেলে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ চক্রবর্তীর উপস্থিতিতে বৈঠকে বসেছিল টলিপাড়া। উপস্থিত ছিল আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং প্রযোজক গিল্ডের সদস্যরাও। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে সব ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই দেখানো হয়েছে সেই সব ধারাবাহিকের শুটিং শুরু হবে বুধবার থেকে।

এ প্রসঙ্গে টিভিনাইন বাংলার পক্ষ থেকে প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,  “আমাদের ভেতরকার যা যা সমস্যা ছিল সে সব মিটে গিয়েছে। কাল থেকে আবারও শুটিং শুরু হবে। পুরনো ধারাবাহিকের পাশাপাশি নতুন ধারাবাহিকেরও শুটিং শুরু করব আমরা।”

প্রসঙ্গত, ফেডারেশন-প্রোডিউসারস গিল্ড তর্জায় বিগত এক মাস ধরেই উত্তাল টলিপাড়া। গত বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রতিনিধিত্বে প্রোডিউসারস গিল্ড, আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের এক সম্মিলিত বৈঠক হয়। সেই মিটিংয়েই ঠিক হয়, তিন বছর ধরে আটকে থাকা মউ চুক্তি নিয়ে ফেডারেশন এবং প্রযোজকদের যে মতবিরোধ তৈরি হয়েছিল তা মিটমাট করে নতুন করে গাইডলাইন তৈরি করা হবে। ২০ জুলাইয়ের মধ্যে এই গাইডলাইন তৈরি করার নির্দেশ দেওয়া হয় এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তা কার্যকর করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

shooting

– প্রতীকী ছবি।

সেই মর্মে সোমবার থেকে ‘মনফাগুন’ নামক এক নয়া ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দিন তিনেক আগে ফেডারেশনের পক্ষ থেকে মেসেজ করে বলা হয় নতুন ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন না টেকনিশিয়ানরা। ফেডারেশনের কাছে টিভিনাইন বাংলার পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, “পৌনে তিন বছর হয়ে গিয়েছে সর্বসম্মতিক্রমে যে MOU স্বাক্ষরের কথা বলা হয়েছিল তা হয়নি। একমাস আগেই ফেডারেশন জানিয়েছিল MOU-তে সই না হলে নতুন ধারাবাহিকের অংশ নেবে না ফেডারেশন।” কী রয়েছে এই MOU-য়ে? ফেডারেশনে তরফে জানানো হয়েছে, টেকনিশিয়ানদের ম্যান পাওয়ার কী হবে, বেতন কী হবে ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়েই লেখা রয়েছে তাতে।

এর পরেই ক্ষোভ সৃষ্টি হয় প্রযোজক মহলেও। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রযোজক ক্ষোভ উগরে দেন ফেডারেশনের সভাপতির উপরেও। এরই মধ্যে গতকাল আর্টিস্ট ফোরামের তরফেও প্রযোজকদের পাশে দাঁড়িয়ে নতুন ধারাবাহিক শুরু করার পক্ষে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়, “‘সমস্ত শিল্পী ও কলাকুশলীদের স্বার্থে সিংশিষ্ট সকলের কাছে দাবি তুলছি—অবিলম্বে সমস্ত নতুন ধারাবাহিকের কাজ শুরু হোক। যদি কোনও মতপার্থক্য থাকে তার মীমাংসা হোক আলোচনার টেবিলে—শুটিং ফ্লোরে বন্ধ দরজার প্রেক্ষাপটে নয়। আমাদের শিল্পীরা অসম্ভব কষ্টে রয়েছেন। কেউ অনন্যোপায় হয়ে বাজারে মাছ বিক্রি করছেন, কেউ দেড় বছর কাজের সুযোগ না পেয়ে ডুবে গেছেন মানসিক অবসাদে আবার, কেউ বা ৭০টার বেশি চলচ্চিত্রে অভিনয় করার পর হঠাৎ ঘাড়ের উপর এসে পড়া এই শ্বাসরুদ্ধকর কর্মহীনতা থেকে বাঁচতে নিতে চলেছেন আত্মহননের পথ।”

সূত্রের খবর, এর পরেই আসরে নামতে হয় রাজ চক্রবর্তী এবং অরূপ বিশ্বাসদের, যার পরিপ্রেক্ষিতেই এ দিনের এই মিটিং। অবশেষে স্বস্তি। ভাঙা তার আবারও জোড়া লাগছে টলিপাড়ায়।