Rakshanda Khan: বলিউডে ভাল কেরিয়ার তৈরি করতে শরীরের কোন অংশে সার্জারি করতে বলা হয়েছিল রাকশান্দা খানকে?

বহু নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন রাকশান্দা। তিনি মনে করেন, পর্দায় ভ্যাম্প হওয়াতেও মজা আছে। সেই কারণেই হয়তো চরিত্রগুলোকে পর্দায় ভালভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি। 

Rakshanda Khan: বলিউডে ভাল কেরিয়ার তৈরি করতে শরীরের কোন অংশে সার্জারি করতে বলা হয়েছিল রাকশান্দা খানকে?
রাকশান্দা খান

| Edited By: Sneha Sengupta

Oct 09, 2021 | 8:06 PM

একতা কাপুরের কালজয়ী ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’তে অভিনয় করেছিলেন। আজও ফ্যানদের কাছে সমান জনপ্রিয় অভিনেত্রী রাকশান্দা খান। বয়সের সঙ্গে যেন আরও সুন্দর হয়ে উঠেছেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া সেই কথাই বলে চলেছে প্রতিনিয়ত। সম্প্রতি তাঁকে দেখা যাবে ‘তেরে বিনা জিয়া যায় না’তেও।

সকলেই ইয়ং থাকতে চান। সকলেই চান নিজের যৌবন ধরে রাখতে। কিন্তু ‘গ্রেসফুল’ভাবে বয়স্ক হতে চান রাকশান্দা। তাঁর চেহারায় সবচেয়ে উল্লেখযোগ্য অংশ তাঁর নাক। অনেকেই মনে করেন রাকশান্দার নাকই তাঁর বিউটি। তবে শোনা যায়, কেরিয়ারের শুরুতে তিনি নাকি নিজের নাক নিয়ে চিন্তায় ছিলেন। সার্জারি করতেও বলা হয়েছিল তাঁকে।

কিন্তু তিনি নাকের অস্ত্রোপচার করাননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাকশান্দা বলেছেন, “আমার নাক আমাকে অনেক জ্বালিয়েছে একটা সময়। সেই সময় আমি মডেলিং করতাম। দু’বছর বয়স যখন একবার পড়ে গিয়েছিলাম। নাকের সমস্যা সেই থেকে। কুড়ির ঘরে যখন আমার বয়স বহু ফটোগ্রাফার আমাকে নাকের সার্জারি করাতে বলেছিলেন। তাঁরা মনে করতেন, তাতে নাকি আমার কেরিয়ার ভাল হবে। সেই সময় ওদের কথাকেই বেদবাক্য বলে মনে করেছিলাম আমি। কিন্তু পরে অনুভব করি, তাতে হয়তো আমার সমস্যা আরও বেড়ে যেতে পারে। সেই থেকে নিজের নাককে পছন্দ করতে শুরু করে দিই। তারপর আর কোনও সমস্যাই হয়নি আমার।”

বহু নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন রাকশান্দা। তিনি মনে করেন পর্দায় ভ্যাম্প হওয়াতেও মজা আছে। সেই কারণেই হয়তো সেই চরিত্রগুলোকে পর্দায় ভালভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি।

আরও পড়ুন: Durga Puja 2021: পুজোর সময় যে ছেলেটাকে ভাল লাগত, তার গলি দিয়ে ২০বার হেঁটে যেতাম একবার দেখব বলে: অপরাজিতা আঢ্য

আরও পড়ুন: Sreelekha Mitra: “আপনাদের রোগা ও ইয়ং শ্রীলেখা”, নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

আরও পড়ুন: Salman Khan: প্রয়াত সঙ্গীত শিল্পী ওয়াজিদের জন্মদিনে সাজিদের সঙ্গে কী করলেন ভাইজান?