AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shehnaaz-Raghav Relationship: সিদ্ধার্থকে ভুলে নতুন প্রেমিকের সঙ্গে মহাদেবের আশীর্বাদ নিতে কোথায় গিয়েছেন শেহনাজ়?

Shehnaaz-Raghav Affairs: ২০২১ সালে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর রীতিমতো ভেঙে পড়েছিলেন তাঁর প্রেমিকা শেহনাজ় গিল। কেটে যায় অনেকগুলো মাস। শেহনাজ়ের মুখের হাসি ফিরে পেতে অনেক সময় লেগেছে। হাসি-খুশি শেহনাজ় পাল্টে গিয়েছিল প্রেমিকের মৃত্যুর পর। তারপর তিনি কাজে যুক্ত হলেন। হতাশা দূর করলেন। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেন। জানা গেল, তাঁর জীবনে আরও এক পুরুষের আগমন ঘটেছে।

Shehnaaz-Raghav Relationship: সিদ্ধার্থকে ভুলে নতুন প্রেমিকের সঙ্গে মহাদেবের আশীর্বাদ নিতে কোথায় গিয়েছেন শেহনাজ়?
শেহনাজ় গিল।
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 6:58 PM
Share

২০২১ সালে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর রীতিমতো ভেঙে পড়েছিলেন তাঁর প্রেমিকা শেহনাজ় গিল। কেটে যায় অনেকগুলো মাস। শেহনাজ়ের মুখের হাসি ফিরে পেতে অনেক সময় লেগেছে। হাসি-খুশি শেহনাজ় পাল্টে গিয়েছিল প্রেমিকের মৃত্যুর পর। তারপর তিনি কাজে যুক্ত হলেন। হতাশা দূর করলেন। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেন। জানা গেল, তাঁর জীবনে আরও এক পুরুষের আগমন ঘটেছে। তখনই জানা গিয়েছিল, রাঘব জুয়াল নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ়। তাঁরা নাকি প্রেম করছেন। কিন্তু শেহনাজ় এবং রাঘব দু’জনেই সেই রটনাকে ফুৎকারে উড়িয়েছিলেন।

ফের সেই গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি বদ্রীনাথ বেড়াতে গিয়েছেন শেহনাজ়। সেখানে নাকি বেড়াতে গিয়েছেন রাঘবও। রাঘবের সোশ্য়াল মিডিয়া ওয়াল এবং শেহনাজ়ের সোশ্য়াল মিডিয়া ওয়ালে বদ্রীনাথের ছবি ছড়িয়ে রয়েছে। কিন্তু কোথাও একসঙ্গে নেই তাঁরা। বদ্রীনাথে মহাদেবের দর্শনের সময় রাঘবের সঙ্গে এক নারীকে দেখা যায়। সেই নারী শেহনাজ় কি না তা বোঝা যায়নি। কেননা, সেই নারীর মুখ ঢাকা ছিল মা মাফলারে। অনেকের অনুমান, সেই নারী আর কেউ নন, তিনি শেহনাজ়।

এদিকে প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর পর ফের সম্পর্কে জড়ানোর জন্য শেহনাজ়কে তুলোধোনা করেছে নিন্দুকেরা। কেউ-কেউ এও বলেছিলেন, সিদ্ধার্থের সঙ্গে শেহনাজ়ের সম্পর্ক নাকি মিথ্যে ছিল। কিন্তু শেহনাজ়ের ভক্তরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। একজন তো লিখেওছেন, “শেহনাজ় তাঁর জীবনকে নতুনভাবে তৈরি করতে চাইছেন। তিনি মুভ অন করতে চাইছেন। তাতে আপনাদের সমস্যা কোথায়? মহাদেব কিন্তু সবই দেখতে পাচ্ছেন।