Annwesha Hazra: জন্মদিনে বাবা-মা আসেননি, অন্বেষার মন খারাপ কমাল শ্রুতির পরিবার

অন্বেষার জন্মদিনে বাবা-মাসহ শ্রুতির গোটা পরিবার হাজির হল সেটে। সেখানেই শ্রুতির বাবার তৈরি পায়েস দিয়ে হল 'ঊর্মি'র মিষ্টিমুখ। একই সঙ্গে হল কেক কাটাও।

Annwesha Hazra: জন্মদিনে বাবা-মা আসেননি, অন্বেষার মন খারাপ কমাল শ্রুতির পরিবার
দুই বন্ধু।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 11:13 PM

কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব বেশ খানিকটা। জন্মদিনে মেয়ের কাছে পৌঁছতে পারেননি অভিনেত্রী অন্বেষা হাজরার বাবা-মা। তবে মায়ের হাতের পায়েসের অভাব পূরণ করে দিলেন অন্বেষার গার্লফ্রেন্ড। শুটের ফাঁকেই নিজের হাতে পায়েস নিয়ে গিয়ে খাইয়ে দিলেন তাঁকে। হল কেক কাটাও। ভাবছেন তো, কে অন্বেষার গার্লফ্রেন্ড? তিনি আর কেউ নন, অভিনেত্রী শ্রুতি দাসের মা।

অন্বেষার জন্মদিনে বাবা-মাসহ শ্রুতির গোটা পরিবার হাজির হল সেটে। সেখানেই শ্রুতির বাবার তৈরি পায়েস দিয়ে হল ‘ঊর্মি’র মিষ্টিমুখ। একই সঙ্গে হল কেক কাটাও। আবেগঘন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, “আজ বাড়ি থেকে কেউ আসবেনা জানতাম তাই একটু একটু মনখারাপ ছিলো, কিন্তু সক্কাল বেলা টা আমি কাকুকে প্রনাম করে শুরু করেছিলাম। আর আজ শেষ বেলা তেও আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের ছানা আর কাকুর সাথেই কাটালাম।” তিনি আরও লেখেন, “কাকুর হাতের বানানো পায়েস আর ঋতু লেখা কেক আর সাথে কাকিমার “পায়েস তো আমি এখন নিজের হাতে খাওয়াবোই” অ্যাটিটিউড, আমার কোনো অংশে মনে হচ্ছিলো না আমি বাড়িতে নেই।” একই সঙ্গে মন উজাড় করা ভালবাসা পাঠিয়েছেন শ্রুতিকেও। লিখেছেন, “ভাগ্যিস তুই হয়েছিলিস। তোর জন্যই সব”।

টলিপাড়ার শ্রুতি দাস ও অন্বেষা হাজরার বন্ধুত্বের কথা সকলেই জানেন। শ্রুতির থেকেও শ্রুতির মায়ের সঙ্গে অন্বেষার রসায়ন জোরাল। তিনি যেন দাস পরিবারের বাড়ির মেয়ে। একসঙ্গে আড্ডা থেকে খাওয়া দাওয়া– অন্বেষাকে নিজের মেয়ের মতোই আগলে রাখেন শ্রুতির বাবা-মা। তবে শ্রুতির মা’কে কাকিমা বলতে নারাজ ‘ঊর্মি’। তিনি তাঁর কাছে শুধুই গার্লফ্রেন্ড।
প্রসঙ্গত, এই মুহূর্তে ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়- তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার আবার শ্রুতির প্রেমিক। মেমারির পরিবারকে জন্মদিনে অন্বেষা মিস করেছেন ঠিকই তবে সে অভাব পূর্ণ করেছেন তাঁর দ্বিতীয় পরিবার।