Kumar Sanu: প্রেমে প্রত্যাখ্যান, মাথা নিচু করে চলে এসেছিলেন শানু, শুনতে হয়েছিল অনেক কটু কথাও
Kumar Sanu-Jisshu Sengupta-Super Singer Season 3: সুপার সিঙ্গারের মঞ্চে নিস্তব্ধতা ঘিরে ধরেছিল। কুমার শানুকেও কেউ 'না' বলতে পারে!

স্টার জলসা চ্যানেলের ‘সুপার সিঙ্গার সিজ়ন ৩’-এর মঞ্চে অনেক কিছুই হয়। অনেক ঘটনাই ঘটে। কিন্তু এই গানের রিয়্যালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে গায়ক কুমার শানু যা বললেন, তা অনেকের চোখেই হয়তো জল এনে দিতে পারে।
শিল্পীদের জীবনে অনুপ্রেরণা থাকা স্বাভাবিক ব্যাপার। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়েই শিল্পীরা জন্ম নেন। প্রত্যাখ্যান সয়ে নিজেকে গড়ে তোলেন। অনেক সময় প্রিয়জন বিয়োগও ঘটে। এই সব দুঃখ-যন্ত্রণা একত্রিত হয়ে কোথাও না-কোথাও এক শিল্পী সমৃদ্ধ হন। যেমনটা ঘটেছে শিল্পী কুমার শানুর জীবনে। অনেক যুবকের মতো তিনিও ভালবেসেছিলেন কাউকে। তিনিও সাহস করে সেই মেয়েটিকে বলতে গিয়েছিলেন মনের কথা। তখন বুকভরা ভালবাসা ছাড়া কুমার শানুর কাছে আর কিছুই ছিল। না নাম, নাম খ্যাতি। ফলে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছিলেন। কিন্তু হেরে যাননি। প্রিয়তমাকে পাননি ঠিকই, কিন্তু সেই প্রত্যাখ্যানই মোড় ঘুরিয়ে দিয়েছিল শিল্পীর জীবনে। সেই ঘটনাই নিজের মুখে শেয়ার করেছেন কুমার শানু, সুপার সিঙ্গার সিজ়ন ৩-এর মঞ্চে।

কুমার শানু ও যিশু সেনগুপ্ত।
কুমার শানু বলেছেন, “একটা মেয়েকে আমার খুব ভাল লাগত। আস্তে আস্তে ভালবেসেও ফেলেছিলাম। আমি একদিন সাহস করে সামনে গিয়ে বলে দিয়েছিলাম নিজের মনের কথা। ও আমাকে একটাই কথা বলল, ‘আমি তো তোমাকে ভালবাসি না। তুমি আমায় ভালবাস, কিন্তু আমি কী জন্য তোমাকে ভাল বাসব, তুমি কে?’ সেদিন আমি কিছুই বলতে পারিনি, চুপ করে ছিলাম। মেয়েটি আমায় বলেছিল, ‘তুমি আমায় কী খাওয়াবে? পারবে আমাকে খাওয়াতে? তুমি নিশ্চয়ই আমার বাড়ি দেখেছ।’ সেদিন মাথা নিচু করে বাড়ি ফিরে এসেছিলাম। বুকের ভিতরে সেটা আজও রয়ে গিয়েছে।”
শোয়ের সঞ্চালক যিশু কুমার শানুকে বলেন, “তিনি নিশ্চয়ই আজ এটা দেখছেন!” শানু বলেন, “হয়তো দেখছেন। আমি তাঁকে বলতে চাই, তুমি সেদিন যেটা আমাকে বলেছিলে, খুব ভাল করেছ। সেটার জন্যই আজ আমি কুমার শানু হতে পেরেছি। এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।”





