‘রেন রেন গো অ্যাওয়ে’, মায়ের সঙ্গে আদিদেবের এই ভিডিয়ো মিস করবেন না!

একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা, তাঁর সামাজিক মাধ্যমে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে মায়ের 'কার্বন কপি'কে।

'রেন রেন গো অ্যাওয়ে', মায়ের সঙ্গে আদিদেবের এই ভিডিয়ো মিস করবেন না!
মায়ের সঙ্গে আদি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 3:21 PM

মা যা করে তাই অনুসরণ করে ছোট্ট আদি। মা হাসলে সে হাসে। মা চোখ টিপলে সেও অনুকরণ করে তার মা’কে। কথা হচ্ছে সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় এবং আদিদেবের।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা, তাঁর সামাজিক মাধ্যমে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে মায়ের ‘কার্বন কপি’কে। যদিও কলকাতায় আজ বৃষ্টির দেখা নেই তেমন, রোদ উঠেছে ভালই, তবু ব্যাকগ্রাউন্ডে সুদীপা বেছে নিয়েছেন সেই অতি জনপ্রিয় ছোটদের গান ‘রেন রেন গো অ্যাওয়ে।” মায়ের সঙ্গে আদির খুনসুটি দেখে ভালবাসার পাঠিয়েছেন নেটিজেনরাও। এখনও শুটে বের হচ্ছেন না সুদীপা।

করোনার কারণে আপাতত ছেলের সঙ্গে বাড়িতেই। সেখানে অখণ্ড অবসরে আদিই তাঁর সঙ্গী। ছেলেকে নিয়ে কখনও ছাদেই বানিয়ে ফেলছেন সুইমিং পুল আবার কখনও বা শেয়ার করছেন মজার সব ভিডিয়ো। ছেলেকে চোখে হারান তিনি। ছেলেও মা অন্ত প্রাণ। দিন কয়েক আগে আদিরই আরও একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। পাঞ্জাবিতে আবার বাহারি রঙের খেলা। সবুজ থেকে লাল, গোলাপি থেকে হলুদ কী নেই সেখানে। আদি জদিও জামা পরে মহাখুশি। সুদীপা নিজেই ছেলের ওই জামার ডিজাইন করেছেন, নাম দিয়েছেন ‘পাগলা ভোলা’ । জামাটি যেন আপন খেয়ালি। হঠাৎ করলে মনে হয় অনেক জামা থেকে ছোট ছোট করে কাটা কাপড় দিয়েই তৈরি করা হয়েছে পোশাকটি।

ক্যাপশনটি ছিল বেশ মজার। সুদীপা লিখেছিলেন, “এই পাগলা ভোলা পোশাকটি আমি ডিজাইন করেছি। আমি নিশ্চিত আদি একদিন লজ্জা পাবে এবং পাবলিক ফোরামে এই জামা পরা ছবি দেওয়ার জন্য আমায় অভিশাপ দেবে। কিন্তু কী করব? আমি যে নিজেকে সামলাতে পারলাম না। ” নেটিজেনরা অবশ্য সুদীপার হাতের কাজের প্রশংসাই করেছিলেন। ঠিক যেমন আদিও খুশি হয়েছিল মায়ের বানানো জামা পরে।

আরও পড়ুন- আবারও বিয়ের ইচ্ছে প্রকাশ রূপঙ্করের, পাত্রী হিসেবে পছন্দ কাকে?